লালমনিরহাটে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: মসজিদের ইমাম গ্রেপ্তার
পবিত্র কোরআন অবমাননার গুজব ছড়িয়ে লালমনিরহাটের বুড়িমারী উপজেলায় শহীদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছেন পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
আজ বুধবার বিকালে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও জেলা ডিবি’র পরিদর্শক আবু হাসান কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল রাতে পাটগ্রাম উপজেলা সদর থেকে শরিফুল ইসলাম (৪০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। তিনি পাটগ্রামের ধবলসুতি মসজিদের ইমাম।’
এ নিয়ে জুয়েল হত্যা মামলায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হলো।
আবু হাসান কবির আরও বলেন, অজ্ঞাতনামা আসামি হিসেবে গতকাল রাতে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।
সূত্র জানিয়েছে, জুয়েল হত্যাকাণ্ডের পরে দায়ের হওয়া তিনটি মামলায় পুলিশ এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে হত্যা মামলায় ১৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রধান আসামিসহ ছয় জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিন মামলায় মোট ছয় আসামি জামিনে মুক্তি পেয়েছেন।
আরও পড়ুন:
লালমনিরহাটে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: ৫ দিনের রিমান্ডে প্রধান আসামি আবুল
লালমনিরহাটে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: আরও ২ আসামি গ্রেপ্তার, ৩ জনের দায় স্বীকার
লালমনিরহাটে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: গ্রেপ্তার আরও ৪
লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা: গ্রেপ্তার আরও ৬
জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার আরও ৫
কোরআন অবমাননার প্রমাণ পায়নি মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি
লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনা তদন্তে কমিটি
জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ৩ মামলা, গ্রেপ্তার ৫
Comments