এবার মাদক মামলায়ও জামিন পেলেন নাসির ইউ মাহমুদ

রিয়েল এস্টেট ব্যবসায়ী নাসির ইউ মাহমুদসহ আরও তিন জনকে মাদক মামলায় জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।
জামিন পাওয়া অন্যরা হলেন- লিপি আকতার, সুমি আকতার এবং নাজমা আমিন বৃষ্টি।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম উভয় পক্ষের শুনানি শেষে এ জামিন আদেশ দেন বলে আদালত সূত্র জানিয়েছে।
এর আগে, গতকাল চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় নাসির জামিন পান। পরবর্তী নির্ধারিত শুনানির দিন ৮ জুলাই পর্যন্ত এ জামিন পান তিনি।
নাসিরের পক্ষ থেকে বলা হয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় জামিন পাওয়ায় তিনি এখন জেল থেকে বের হতে পারবেন।
গত ১৪ জুন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির ইউ মাহমুদ, অমি এবং আরও চারজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন অভিনেত্রী পরীমনি।
পরে, উত্তরা সেক্টর-১-এর একটি বাড়িতে অভিযান চালিয়ে নাসির ও আরও চারজনকে চার বোতল বিদেশি মদ এবং এক হাজার পিন ইয়াবাসহ গ্রেপ্তার করে একটি গোয়েন্দা দল। এরপর ডিবির সাব-ইন্সপেক্টর মানিক কুমার শিকদার এই পাঁচজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
Comments