করোনাভাইরাস

মসজিদে শুধু ফরজ নামাজ পড়ার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

করোনা পরিস্থিতিতে নিজ নিজ বাসা থেকে ওজু করে এবং সুন্নত ও নফল নামাজ ঘরে আদায় করে শুধু ফরজ নামাজ মসজিদে আদায় করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

কোভিড-১৯ সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধের মেয়াদ ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই দিনগত রাত ১২টা পর্যন্ত বাড়ানোর পর আজ মঙ্গলবার মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশনায় এ অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মসজিদের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে এবং আগত মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

এতে আরও বলা হয়, মহানবী সাধারণ অবস্থায়ও সুন্নত ও নফল নামাজ বাসায় আদায় করে ফরজ নামাজ জামায়াতের সঙ্গে মসজিদে আদায় করতেন। বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে প্রত্যেক মুসল্লিকে নিজ নিজ বাসা থেকে ওজু করে এবং সুন্নত ও নফল নামাজ ঘরে আদায় করে শুধু ফরজ নামাজ মসজিদে আদায় করতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago