‘মেয়েরা সন্ধ্যার পর একা বের হবে না’ কখন বের হবে?

পরীমনিকে গ্রেপ্তারের পর শিল্পী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য অঞ্জনা সুলতানা বলেন, ‘আমাদের সবারই সতর্ক হয়ে চলা উচিত। সন্ধ্যার পর একটি মেয়ের একা ঘর থেকে বের হওয়াই তো বিপজ্জনক।’
রোজিনা, অরুণা বিশ্বাস, শবনম ফারিয়া ও আশনা হাবিব ভাবনা। (বাম দিক থেকে)

পরীমনিকে গ্রেপ্তারের পর শিল্পী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য অঞ্জনা সুলতানা বলেন, 'আমাদের সবারই সতর্ক হয়ে চলা উচিত। সন্ধ্যার পর একটি মেয়ের একা ঘর থেকে বের হওয়াই তো বিপজ্জনক।'

এ বিষয়ে জানতে চাইলে আজ শুক্রবার বিকেলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি এখনো বলছি, সন্ধ্যায় মেয়েরা যদি বাইরে যায়, অবশ্যই কাউকে যেন সঙ্গে নিয়ে যায়। আমি একবারও রাতে বাইরে যেতে নিষেধ করিনি। আমি নিজেও রাতে শুটিং করেছি। আমার সঙ্গে অভিভাবক থাকত।'

যার সঙ্গে যাওয়ার মতো কেউ নেই, তিনি কী করবেন? বের হবেন না? এই প্রশ্নের উত্তরে অঞ্জনা বলেন, 'আমি এ বিষয়ে আর একটি কথাও বলতে চাই না।'

চিত্রনায়িকা অঞ্জনার বলা 'সন্ধ্যার পর একটি মেয়ের একা ঘর থেকে বের হওয়াই তো বিপজ্জনক' কথাটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে এ বিষয়ে নিজেদের অভিমত তুলে ধরেছেন অভিনেত্রী রোজিনা, অরুণা বিশ্বাস, শবনম ফারিয়াআশনা হাবিব ভাবনা

রোজিনা বলেন, 'মেয়েরা সন্ধ্যার পর ঘর থেকে কেন বের হতে পারবে না? অবশ্যই বের হতে পারবে। আমাদের দেশের মেয়েরা সব সেক্টরে কম-বেশি কাজ করছে। বের না হলে কাজ করবে কীভাবে? সন্ধ্যার পর মেয়েরা বাইরে বের হতে পারবে না—এই কথাকে আমি সমর্থন করি না। আমাদের সমাজের মেয়েরা এখন অনেক দূর এগিয়ে গেছে। নিজ চেষ্টায় তারা সমাজের ও পরিবারের মুখ উজ্জ্বল করছে। কাজের প্রয়োজনে একজন মেয়ের অফিসে দেরি হতেই পারে। সন্ধ্যার পরও তাকে অফিসের কাজে থাকতে হতে পারে। আবার সন্ধ্যায় অফিস শেষ করে কেনাকাটা করতেও যাওয়া লাগতে পারে। কাজ থাকলে তা করতে হবে। আজকের যুগে এসে সন্ধ্যার পর মেয়েদের ঘর থেকে বের হওয়া যাবে না বলাটা ঠিক নয়।'

'চলচ্চিত্রে এখন একটু অস্থির সময় যাচ্ছে। এটা কষ্ট দেয় একজন শিল্পী হিসেবে। একটা সময় সারারাত জেগেও সিনেমার শুটিং করেছি। সেসব সিনেমা কিন্তু দর্শক নন্দিত হয়েছে। শিল্পী হিসেবে আমাকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা এনে দিয়েছে। সেই সময় যদি মেয়েরা ঘরের বাইরে গিয়ে কাজ করার সুযোগ পায়, এখন তো আরও বেশি পাওয়ার কথা', বলেন তিনি।

অরুণা বিশ্বাস বলেন, 'মেয়েরা সন্ধ্যার পর কেন বের হবে না? অবশ্যই তারা বের হবে। কাজ যখন থাকবে, তখনই বের হবে। ছেলে-মেয়ে বিভাজন করতে চাই না। কাজের ক্ষেত্রে অবশ্যই বাড়ি থেকে বের হতে হবে সবাইকে। ধরেন, কোনো সংসারে ছেলে নেই, তাই বলে সেই পরিবারের মেয়েরা বাড়ির বাইরে যেতে পারবে না সন্ধ্যার পর? এটা কি হতে পারে কোনোদিন? নারী-পুরুষ একসঙ্গেই হাত ধরাধরি করে এই সমাজকে এগিয়ে নিয়ে যাবে। সমাজে নারীকে ভূমিকা রাখতে হলে তাকে অবশ্যই সন্ধ্যার পর বের হতে হবে।'

শবনম ফারিয়া বলেন, 'আমি অভিনয়ও করি, একটা চাকরিও করছি। দুইটা কাজ শেষ হতে হতে প্রায়ই বেশ রাত হয় বাসায় ফিরতে। তবে কি আমি এসব ছেড়ে দিয়ে সন্ধ্যার পর বাসায় চলে যাব? তার মতো একজন শিল্পী এমন কথা কীভাবে বলেন? এসব কথা না বলে সমাজ ব্যবস্থা ঠিক করার বিষয়ে কথা বলতে হবে। কোনো মেয়ে রাতে বের হলে যেন খারাপ কোনো ঘটনার শিকার না হয়, সেই বিষয়ে ভাবতে হবে। দেশের সেই ব্যবস্থা জোরদার করতে হবে। সমাজ ব্যবস্থা ঠিক হলে কোনো ধরনের খারাপ ঘটনা ঘটবে না বলে আমার বিশ্বাস। এসব অদ্ভুত রকমের কথা না বলে যেটা কাজে লাগবে, সেই ধরনের কথা বলা উচিত।'

আশনা হাবিব ভাবনা বলেন, 'চিত্রনায়িকা অঞ্জনার বলা এই একটা লাইন যে কতটা ভয়ংকর হতে পারে, সেটা অনুধাবন করতে পারেন আপনারা? আমরা নারী স্বাধীনতার কথা বলতে বলতে পাগল হয়ে যাই, নারীর সমতা অর্জন নিয়ে চিৎকার করি, সেখানে তার মতো একজন জ্যেষ্ঠ অভিনেত্রীর কাছ থেকে এমন কথা আমাদেরকে হতাশ করেছে। সেসব পুরুষ, যারা মনে করে নারী বাইরে কাজ করবে না, নারী মানেই ঘরে বসে থাকা, নারী মানেই সব সহ্য করা, অঞ্জনা এই মতকেই সমর্থন করছেন।'

'নিজে একজন অভিনেত্রী হয়ে তিনি এমন কথা বলেন কী করে? অন্য পেশার কথা বাদই দিলাম, তার শুটিং কি সন্ধ্যার আগে শেষ করতেন সবাই? আমরা অনেক সময় শুটিং শেষ করে রাতে বাসায় ফিরি। তার এই কথাটা নিতেই পারছি না কোনোভাবে। এটা ভাবলেই যে একটা কষ্ট হচ্ছে, সেটা ভয়ংকর। তিনি এই কথা বলে নারীদের ভীষণভাবে ছোট করেছেন', যোগ করেন ভাবনা।

Comments

The Daily Star  | English

Sri Lanka picks Marxist-leaning Dissanayake as president to fix economy

Sri Lanka's Marxist-leaning Anura Kumara Dissanayake was declared the winner of the debt-laden island nation's presidential election by the polling body on Sunday

2h ago