হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হেফাজতে ইসলাম চট্টগ্রামের সাবেক প্রচার সম্পাদক আনম আহমেদুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, 'আজ সকাল আনুমানিক ১১টার দিকে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় তার ব্রেইন স্ট্রোক হয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।'

জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আহমেদুল্লাহ বলেন, 'চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে আনার পথেই হুজুর মারা গেছেন। আজ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে নামাজে জানাজা শেষে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে তার দাফন সম্পন্ন হবে।'

জানতে চাইলে সিএসসিআর এর আবাসিক মেডিকেল অফিসার ডা. আমজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাবুনগরী ফুসফুসের রোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।'

জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে তার স্ত্রী, এক ছেলে, ছয় কন্যা এবং অসংখ্য স্বজন ও অনুসারী শোকাহত হয়েছেন।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর গ্রামে ১৯৫৩ সালে জুনায়েদ বাবুনগরীর জন্ম হয়। পাঁচ বছর বয়সে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় শিক্ষা জীবন শুরু করেন।

Comments

The Daily Star  | English

Those speaking against Tarique Rahman are enemies of democracy: Fakhrul

"Those who are doing this are carrying out activities to destroy Bangladesh"

1h ago