রাজ্জাক অভিনীত যেসব সিনেমার চরিত্র হতে চান এই সময়ের চার নায়ক

বাংলা চলচ্চিত্রে নায়করাজ রাজ্জাক একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। তাকে ছাড়া বাংলা চলচ্চিত্রের ইতিহাস ভাবাও যায় না। আজ নায়করাজ রাজ্জাকের চতুর্থ প্রয়াণ দিবস। ২০১৭ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন তিনি।
নায়করাজ রাজ্জাক। ছবি: স্টার

বাংলা চলচ্চিত্রে নায়করাজ রাজ্জাক একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। তাকে ছাড়া বাংলা চলচ্চিত্রের ইতিহাস ভাবাও যায় না। আজ নায়করাজ রাজ্জাকের চতুর্থ প্রয়াণ দিবস। ২০১৭ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন তিনি।

নায়করাজের প্রয়াণ দিনে বর্তমান সময়ের চার চিত্রনায়কের কাছে একটি প্রশ্ন করা হয়েছিল। দ্য ডেইলি স্টারের প্রশ্নটি ছিল রাজ্জাক অভিনীত কোন কোন সিনেমায় তারা অভিনয়ের স্বপ্ন দেখেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন- সাইমন সাদিক, আরিফিন শুভ, সিয়াম আহমেদ বাপ্পী চৌধুরী

আরিফিন শুভ, সাইমন সাদিক, সিয়াম আহমেদ, বাপ্পী চৌধুরী। ছবি: সংগৃহীত

আরিফিন শুভ বলেন, 'প্রথমেই আমি যে সিনেমার নাম বলব, সেটা হলো চাষী নজরুল ইসলাম পরিচালিত 'ওরা ১১ জন' ও নারায়ণ ঘোষ মিতা পরিচালিত 'আলোর মিছিল'। এই দুটি সিনেমার নামই আমার মনের ভেতর প্রথম এসেছে। এই দুটি সিনেমায় অভিনয় করতে চাওয়ার প্রথম কারণ হলো- দুটি সিনেমায় নায়করাজ রাজ্জাক দেশপ্রেমিক বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন। যদি ভালোবাসার সিনেমার কথা হয় তাহলে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত 'নীল আকাশের নীচে' এবং  কাজী জহির পরিচালিত 'ময়নামতি' অবশ্যই থাকবে। এই দুটি সিনেমায় তাকে কী পরিমাণ ইনোসেন্ট লেগেছে তা বোঝাতে পারব না। আমি তার এই চারটা সিনেমায় অভিনয় করার স্বপ্ন দেখি।'

রাজ্জাত অভিনীত সিনেমার পোস্টার

সাইমন সাদিক বলেন, 'নায়করাজ রাজ্জাক অভিনীত কাজী জহির পরিচালিত 'ময়নামতি' সিনেমায় অভিনয় করতে চাইব প্রথমে। জাজ মাল্টিমিডিয়া ব্যানারে এই সিনেমার রিমেকে সাইন করেছিলাম; আমার অভিনয় করার কথা ছিল। পরে যে কোনো কারণেই হোক অভিনয় করা হয়নি। এখানে আমার অপূর্ণতা থেকে গেছে। এই সিনেমার প্রেক্ষাপট আজীবন রঙিন হয়ে থাকবে। এতে নায়ক রাজের ইমোশনাল অভিনয় দুর্দান্ত। ভাষাহীন হয়ে যায় অভিনয় দেখে। এছাড়া তার নিজের পরিচালনায় 'সৎভাই', 'বাবা কেন চাকর' ও  কাজী জহির পরিচালিত 'মধুর মিলন' সিনেমায় অভিনয়ের স্বপ্ন দেখি।'

সিয়াম বলেন, 'ছোট থাকতে দেখেছিলাম আজিজুর রহমান পরিচালিত 'ছুটির ঘণ্টা'। প্রথমে নায়করাজের এই সিনেমার চরিত্রটা করতে চাইব। কী যে অনবদ্য অভিনয়, মুগ্ধ হই দেখে। তার মতো অভিনয় করার দুঃসাহস নেই, সম্ভবও না। মন ছুঁয়ে যাওয়া কী দারুণ সব চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর বাইরে বুলবুল আহমেদ পরিচালিত 'রাজলক্ষ্মী শ্রীকান্ত', নারায়ণ ঘোষ মিতা পরিচালিত 'নীল আকাশের নীচে' ও  নায়করাজ রাজ্জাক পরিচালিত 'বাবা কেন চাকর' সিনেমায় সুযোগ পেলে অভিনয় করার ইচ্ছা আছে।'

রাজ্জাক অভিনীত সিনেমার পোস্টার

বাপ্পী বলেন, 'নিজেকে অনেক ভাগ্যবান মনে করি, নায়করাজ রাজ্জাক অভিনীত 'ময়নামতি'র রিমেকে অভিনয় করেছি। সিনেমাটি মুক্তির পর তার সঙ্গে বসে দেখেছি। এটা আমার জন্য পরম প্রাপ্তি। কাজী জহির পরিচালিত 'অবুঝ মন' সিনেমার রিমেকে আমার অভিনয় করার কথা ছিল। নায়করাজ রাজ্জাক আমাকে বলেছিলেন, 'এটা আমার অনেক প্রিয় সিনেমা। যদি অভিনয় করো খুব মনোযোগ দিয়ে করবে।' এছাড়া নায়করাজ রাজ্জাক পরিচালিত ও অভিনীত প্রেমের সিনেমা 'অনন্ত প্রেম'-এ অভিনয়ের ভীষণ ইচ্ছে আছে। বাবুল চৌধুরী পরিচালিত 'টাকা আনা পাই' সিনেমায় রাজ্জাক অভিনীত চরিত্রটি করার কথাও বলব। তার মতো বহুমুখী চরিত্রে আর কেউ অভিনয় করেছেন বলে মনে হয় না।'

উল্লেখ্য, নায়করাজ রাজ্জাক প্রায় ৫০০ সিনেমায় অভিনয় করেছেন। দীর্ঘ চলচ্চিত্র যাত্রায় পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি ১৯৪২ ২৩ জানুয়ারি নাগতলা (ভারতের দক্ষিণ কলকাতা) জন্মগ্রহণ করেন।

Comments

The Daily Star  | English

Sri Lanka picks Marxist-leaning Dissanayake as president to fix economy

Sri Lanka's Marxist-leaning Anura Kumara Dissanayake was declared the winner of the debt-laden island nation's presidential election by the polling body on Sunday

8m ago