রহস্যজনক কারণে নায়করাজ রাজ্জাকের নামে ফ্লোর হয়নি বিএফডিসিতে

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী চলে গেল গত ২১ আগস্ট। তার মৃত্যুর পর থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই দাবি করে আসছিলেন, নায়করাজের নামে বিএফডিসিতে কিছু একটা হোক।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী চলে গেল গত ২১ আগস্ট। তার মৃত্যুর পর থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই দাবি করে আসছিলেন, নায়করাজের নামে বিএফডিসিতে কিছু একটা হোক।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সহ-সভাপতি সৈকত সালাহউদ্দিনের একটি পুরনো ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জানা যায় কিছু ঘটনা।

শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোতে খোঁজ নিতে গিয়ে জানা যায় আরও তথ্য। নায়করাজের নামে শুটিং ফ্লোরের নামকরণের উদ্যোগ আগেই নিয়েছিল শিল্পী সমিতি। সরকারি অনুমোদনও এসেছিল। কিন্তু তার বাস্তবায়ন হয়নি রহস্যজনক কারণে।

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'নায়করাজ রাজ্জাকের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তার অনুরাগীরা বলে আসছেন, তার নামে এফডিসিতে কিছু নেই।'

তিনি আরও বলেন, '২০১৭ সালে যখন আমরা কমিটিতে এলাম, তখন এ বিষয়ে উদ্যোগ নিয়েছিলাম। এফডিসিতে সেই সময়ে এমডি হিসেবে ছিলেন তপন কুমার ঘোষ। তার কাছে লিখিত আবেদন দিয়েছিলাম নায়করাজের নামে একটি শুটিং ফ্লোরের নামকরণ করতে। সমিতির আন্তরিক প্রচেষ্টায় এফডিসির এক নম্বর শুটিং ফ্লোরটা নায়করাজের নামে নামকরণ করা হবে বলে জেনেছিলাম। পরে আর বিষয়টি অগ্রসর হয়নি।'

নাম প্রকাশে অনিচ্ছুক বিএফডিসির অনেকেই বলেছেন নায়করাজের পরিবারের আপত্তির কারণেই এটি সম্ভব হয়নি।

এই অভিযোগ নিয়ে নায়করাজ রাজ্জাকের ছেলে সম্রাট আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা ঠিক না যে আমাদের আপত্তির কারণে উদ্যোগটি আটকে আছে। শিল্পী সমিতির অনেকেই সেই সময় বলেছিলেন, এই ফ্লোরটি কেন এই কিংবদন্তীর নামে হবে। আরও ভালো ফ্লোর আছে বিএফডিসিতে। সেটাই জানি। পরে কী হয়েছে আর জানি না।'

এফডিসির পরিচালক সমিতির কার্যালয়ের সামনেই এক নম্বর শুটিং ফ্লোরটি অবস্থিত। এটি বেশ গুরুত্বপূর্ণ ও  ব্যস্ততম একটি ফ্লোর।

বিএফডিসিতে নায়ক জসীম ও মান্নার নামে শুটিং ফ্লোর রয়েছে।

Comments

The Daily Star  | English
six die from dengue today

Six die of dengue in a single day

This is the highest single-day fatalities from the viral infection this year so far

1h ago