আমাকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়নি: পরীমনি

চিত্রনায়িকা পরীমনিকে তার বনানীর বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে বলে জানানো হলেও আজ তিনি জানিয়েছেন এমন কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি।
পরীমনি। স্টার ফাইল ফটো

চিত্রনায়িকা পরীমনিকে তার বনানীর বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে বলে জানানো হলেও আজ তিনি জানিয়েছেন এমন কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি।

তবে গতকাল দুপুর থেকেই বাড়িটির মূল গেটে নীল রঙের পলিথিন ঝোলানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পরীমনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি সাত বছর ধরে এই বাসায় আছি। আমার নামে কেউ কোনো দিন অভিযোগ করেনি। কেউ বলতে পারবে না খারাপ কিছু হয়েছে। আমাকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়নি। আমাকে বাড়ির দায়িত্বে থাকা আন্টি মৌখিকভাবে অনেক কথা বুঝিয়ে বলেছেন। বাড়ি ছাড়ার কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি। আমার বাড়ি হলেও এমন বিব্রত হতাম। সেই বিষয়টা বাসার দায়িত্বে থাকা আন্টি বুঝিয়ে বলেছেন। এ ছাড়া কিছুই হয়নি।'

তিনি আরও বলেন, 'এই বাসায় যখন-তখন আমার কাজের সঙ্গে জড়িত মানুষেরা আসেন। এই বাসার  ঠিকানা এখন অনেকেই জেনে গেছে। বাসার দায়িত্বে থাকা আন্টি বলেছেন, গত একমাসে যেভাবে গণমাধ্যমকর্মী,  ইউটিউবার, ভক্ত আর প্রশাসনের মানুষ এসেছেন, তাতে অন্যান্য ফ্ল্যাটের মানুষ বিব্রত হয়েছেন। আমি হলেও হতাম, কিছু অসুবিধা হচ্ছে অন্যদের। এ ছাড়া এখানে আমি নিজেও নিরাপদ বোধ করছি না। নিজের প্রাইভেসি ঠিক রাখতে এই বাসা ছাড়বো আগামী কয়েক মাসের মধ্যেই।'

Comments

The Daily Star  | English

Govt servants must submit wealth statements by November

Government servants will need to submit their wealth statements every year, instead of every five years as they were previously required

48m ago