ইন্দোনেশিয়ায় কারাগারে আগুনে নিহত অন্তত ৪০

আগুনের ঘটনার পর কারাগারের সামনে টহল দিচ্ছেন পুলিশ। ছবি: এএফপি

ইন্দোনেশিয়ার বান্টেন প্রদেশের একটি কারাগারে আগুনে কমপক্ষে ৪০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোরে টাঙ্গেরাং কারাগারের একটি জনবহুল ব্লকে আগুনের ঘটনা ঘটে।

দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারা বিভাগের মুখপাত্র রিকা অপ্রিয়ান্তি গণমাধ্যমকে জানান, টাঙ্গেরাং কারাগার ব্লক সি–তে আজ ভোররাত ১টা থেকে ২টার মধ্যে আগুন লাগে।

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, 'এই বিষয়ে তদন্ত চলছে।'

রিকা অপ্রিয়ান্তি আরও বলেন, 'ব্লকটিতে মাদক মামলায় গ্রেপ্তারকৃত বন্দিদের রাখা হয়েছিল। সেখানে ১২২ জনের ধারণ ক্ষমতা ছিল।'

আগুন লাগার সময় সেখানে কতজন বন্দি ছিলেন তা তিনি জানাননি। তবে সেই ব্লকটি অনেক জনবহুল ছিল বলে উল্লেখ করেন তিনি।

পুলিশের মুখপাত্র ইউসরি ইউনুস স্থানীয় মেট্রো টিভিকে বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের ঘটনা ঘটেছে।'

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

10h ago