ত্বকের যত্নে সহজ ঘরোয়া ফেসপ্যাক

কর্মব্যস্ত জীবনে অনেকেই সৌন্দর্য নিয়ে ভাবার অবকাশ পান না। ব্যস্ততার মধ্যেও সপ্তাহে একদিন একটু সময় বের করে কিছু ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ফেসপ্যাক আপনার ত্বকের মৃতকোষ দূর করে ত্বককে করবে টানটান ও মসৃণ।
১.
একটি পাকা কলা চটকে নিন। তাতে দুই চা চামচ মধু ও গ্লিসারিন মিশিয়ে নিন। এবার একটি ডিমের সাদা অংশ ফেটে অর্ধেক মিশিয়ে পুরো প্যাক তৈরি করুন, ভালোভাবে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে নিন। চাইলে গলায়ও লাগানো যাবে। এভাবে ২৫-৩০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর নরম কাপড়ে মুছে নিন।
২.
পাকা পেঁপে এক কাপ, দুই টেবিল চামচ খোসা ছাড়ানো টমেটো বাটা ও দুই টেবিল চামচ বেসন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করুন। এবার মুখে-গলায় লাগিয়ে হালকা শুকিয়ে নিন। নরম তোয়ালে ভিজিয়ে মুছে নিন। সাধারণ তাপমাত্রার পানিতে মুখ ও গলা ধুয়ে ফেলুন। নরম কাপড়ে মুছে নিন।
৩.
দুই টেবিল চামচ টক দই, ডিমের সাদা অংশ একটি এবং দুই টেবিল চামচ মধু নিন। এবার সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। নরম ব্রাশের সাহায্যে মুখে গলায় লাগিয়ে রাখুন ২০-৩০ মিনিট। এরপর হালকা গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে মুছে নিন। কিছু সময় পর মুখ গলা ধুয়ে ফেলুন।
ছুটির দিনগুলোয় নিজেকে সময় দিন, নিয়মিত ত্বকের যত্ন নিয়ে আপনিও হয়ে উঠুন টানটান মসৃণ উজ্জ্বল ত্বকের অধিকারী।
Comments