পূজার নাচে মৌ

সাদিয়া ইসলাম মৌ। ছবি: শেখ মেহেদী মোরশেদ

দেশের শীর্ষ মডেল সাদিয়া ইসলাম মৌ। টিভি নাটকে তার শক্ত অবস্থান। তবে, নৃত্যশিল্পী হিসেবেও তার যথেষ্ট খ্যাতি আছে। দীর্ঘবিরতি শেষে আজ মঙ্গলবার থেকে আবার নাচের শুটিংয়ে ফিরছেন দর্শকপ্রিয় এই তারকা।

নৃত্যশিল্পী হিসেবে তার পথচলা অনেক দিন ধরে। নাচ নিয়ে ঘুরেছেন বিশ্বের অনেক দেশে। বিশ্বের কাছে এদেশকে তুলে ধরেছেন তার নৃত্য দিয়ে।

মৌ জানালেন, ক্যারিয়ারে নাচের প্রতিই তার ভালোবাসা সবচেয়ে বেশি। নাচের জন্য সময়ও দিয়েছেন বেশি। তাই, নাচের প্রতি দায়বদ্ধতাও বেশি।

ছবি: শেখ মেহেদী মোরশেদ

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'করোনাকালে নৃত্য শিল্পীদের অনেক ক্ষতি হয়েছে। নৃত্যশিল্পীরা কোনো অনুষ্ঠান করতে পারেননি। একজন নৃত্যশিল্পী হিসেবে এটা কষ্টের।

'অথচ নাচ কিন্তু সবসময়ই প্রয়োজন পড়ে। বাইরে নিজের দেশকে তুলে ধরতে নাচের গুরুত্ব অনেক। নৃত্যশিল্পী হিসেবে এটা ভালো লাগে আমার,' যোগ করেন তিনি।

আজ নতুন একটি নাচের অনুষ্ঠানের শুটিং করছেন বলে জানালেন মৌ। লম্বা বিরতি শেষে নাচের অনুষ্ঠানে ফিরছেন তিনি।

তিনি জানান, বিটিভির জন্য নির্মিতব্য এ অনুষ্ঠান প্রচার হবে শারদীয় দূর্গাপূজার সময়ে। এ অনুষ্ঠানটির জন্য বেশ প্রস্তুতিও নিতে হয়েছে তাকে।

মৌ বলেন, 'পূজার জন্য একটি নাচের অনুষ্ঠানই করছি। সুন্দর কোরিওগ্রাফির নাচ উপহার দেব পূজোয়। দর্শকরা ভালো কিছু পাবেন।'

তিনি বলেন, 'নাচের অনুষ্ঠান করতে পেরে সবসময়ই বেশি আনন্দ হয়। কেননা, ছোটবেলা থেকে এই শিল্পের সঙ্গে আমি জড়িত। নাচ নিয়ে অনেক স্বপ্ন।'

ছবি: শেখ মেহেদী মোরশেদ

দীর্ঘদিন দেশসেরা মডেল হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন মৌ। দেশের নারী মডেলদের নাম নিলে মৌ নামটিই আজও তার নাম সবার আগে উঠে আসে।

দেশসেরা নারী মডেল হিসেবে নিজেকে কীভাবে মূল্যায়ন করবেন নিজেকে? এমন প্রশ্নের জবাবে মৌ বলেন, 'এই প্রশ্নের জবাব আমি দেবো না। এটা আমি বলতে পারি না। এটা বলা কঠিন। অন্যরা বলতে পারবেন।'

মডেলিং ও নাচে বেশ সরব থাকলেও, নাটকে ততটা সরব নন মৌ। তবে, বিশেষ বিশেষ উৎসবকে কেন্দ্র করে নাটক নির্মাণের সময় তার উপস্থিতি লক্ষ্য করা যায়।

গত ঈদে দুটি নাটকে তিনি অভিনয় করেছেন। শিগগিরই এক ঘণ্টার একটি নাটকে অভিনয় করবেন।

মৌ বলেন, 'নাটকের অফার তো আসে খুব। কিন্তু, অকেশন ছাড়া নাটক করা হয় না।'

মৌ অভিনীত প্রথম নাটক অভিমানে অনুভবে। নব্বই দশকের মাঝামাঝি প্রচারিত হওয়ার পর নাটকটি নিয়ে ব্যাপক সাড়া পড়েছিল। আর, মৌ অভিনীত প্রথম ধারাবাহিক নাটক লাল নীল বেগুনি।

Comments

The Daily Star  | English

Sada Pathor: Sylhet’s iconic white-stone landmark stripped bare

Today, large swathes of the riverbed resemble a ravaged quarry, scarred with pits and mud, with the iconic white boulders almost entirely gone.

1h ago