শিল্পবন্ধুকে হারালাম: আবুল হায়াত

নাট্যজন ড. ইনামুল হক আজ মারা গেছেন। তার সঙ্গে দীর্ঘ সময় ধরে নাগরিক নাট্যসম্প্রদায়ে কাজ করেছেন আরেক নাট্যজন আবুল হায়াত। সদ্য প্রয়াত অভিনেতা ইনামুল হককে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে স্মৃতিচারণ করেছেন আবুল হায়াত।
ড. ইনামুল হক। ছবি: স্টার ফাইল ফটো

নাট্যজন ড. ইনামুল হক আজ মারা গেছেন। তার সঙ্গে দীর্ঘ সময় ধরে নাগরিক নাট্যসম্প্রদায়ে কাজ করেছেন আরেক নাট্যজন আবুল হায়াত। সদ্য প্রয়াত অভিনেতা ইনামুল হককে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে স্মৃতিচারণ করেছেন আবুল হায়াত।

আবুল হায়াত বলেন, 'স্বাধীনতার আগে থেকেই ইনামুল হকের সঙ্গে আমার পরিচয়। সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গে গভীর সম্পর্ক ছিল। এখনও বিশ্বাস করতে পারছি না তিনি নেই। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সত্যিই ভেঙে পড়েছি তার মারা যাবার খবরটি শুনে। আমি বাকরুদ্ধ।'

'সর্বশেষ ১০ থেকে ১৫ দিন আগে শেষবার ফোনে কথা হয়েছিল। ফোনে কথা শুরু হলে কেউই রাখতে চাইতাম না। এত  আন্তরিকভাবে কথা বলতেন। ফোনে শেষবার বলেছিলেন, "অভিনয়ে ফিরব পরিস্থিতি, আরেকটু ভালো হলে।" নাটক অনুবাদের কথাও বলেছিলেন। আত্মজীবনীর কথাও বলেছিলেন,' বলছিলেন আবুল হায়াত।

আবুল হায়াত। ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'কিন্তু, কিছুই হলো না। আর দেখা হবে না তার সঙ্গে। আর আড্ডা দেওয়া হবে না। ফোন করে ভালো মন্দ খোঁজও নেবেন না। চিরদিনের জন্য চলে গেলেন। আমিও আর ফোন করব না তাকে। শিল্পের পথে বছরের পর বছর কাটালাম। শিল্প নিয়ে গল্প হবে না কোনোদিনও।'

নাগরিক নাট্যসম্প্রদায় নিয়ে তিনি বলেন, 'নাগরিক নাট্যসম্প্রদায়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে ইনামুল হক ছিলেন। আমিও ছিলাম। নাটকের দল গঠন করতে গিয়ে কত স্মৃতি তার সঙ্গে। স্মৃতির শেষ নেই। যতদিন বাঁচব সেই স্মৃতি বুকে নিয়ে বাঁচব।'

৭০ এর আন্দোলন চলাকালে সার্জেন্ট জহুরুল হক হলের (সাবেক ইকবাল হল) মাঠে নাটকে একই মঞ্চে ড. ইনামুল হক ও আবুল হায়াত। ছবি: আবুল হায়াতের ফেসবুক ওয়াল থেকে

তিনি বলেন, '৬৯-৭০ সালের উত্তাল দিনগুলোতে আমরা একসঙ্গে মঞ্চের জন্য কাজ করেছি। সে সময় বাংলা একাডেমি, শহীদ মিনারসহ ঢাকা শহরের নানা জায়গায় আমরা নাটক করেছি। আড্ডা দিয়েছি।'

ইনামুল হক সম্পর্কে তিনি বলেন, 'তার মতো সরল মানুষ এই জীবনে দেখিনি। ভেতরে কোনো মারপ্যাঁচ ছিল না। মন খুলে কথা বলতেন। শিশুর মতো সরল মন ছিল তার। মানুষকে সহজেই আপন করে নিতে পারতেন। মানুষকে খুব ভালোবাসতেন। মানুষের ভালোবাসাও পেয়েছেন প্রবলভাবে।'

'নাগরিক নাট্যসম্প্রদায় করতে গিয়ে বেশিরভাগ নাটকে মঞ্চে একসঙ্গে অভিনয় করেছি। আমার সঙ্গে বয়সের কয়েক বছরের পার্থক্য থাকলেও, আমরা ভালো বন্ধু ছিলাম। প্রিয় মানুষ ও প্রিয় বন্ধুকে হারালাম। তিনি ছিলেন আমার শিল্পবন্ধু। শিল্পবন্ধুকে হারালাম। এমন বন্ধু আর পাব না। এমন ভালো মানুষও সহজে পাব না,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

All educational institutions reopen after heatwave-induced closures

After several closures due to the heatwave sweeping the country, all primary and secondary schools, colleges, madrasas, and technical institutions across the country resumed classes today

1h ago