পূজার ছুটিতে তারকারা

কুমার বিশ্বজিৎ, চঞ্চল চৌধুরী, অপু বিশ্বাস, বিদ্যা সিনমা মিম (বাঁ দিক থেকে)

বছর ঘুরে আবারও এসেছে শারদীয় দুর্গোৎসব। পূজার ছুটিতে তারকারা কেউ গ্রামে, কেউ নানাবাড়িতে ছুটে গেছেন। আবার কেউ ঢাকাতেই পূজার ছুটি কাটাচ্ছেন।

কুমার বিশ্বজিৎ এবার ঢাকায় পূজা উদযাপন করছেন। তিনি বলেন, 'আমার কাছে শারদীয় পূজা মানে ছেলেবেলায় কাটানো মধুর দিন। ১ মাস আগে থেকেই প্রস্তুতি নিতাম। তখন অনেক হইচই আর আড্ডা দিতাম। এখন পূজা মানে দায়িত্ব বেড়ে গেছে। তারপরও পূজা আসে খুশির খবর নিয়ে। ঢাকা শহরে থাকলেও এই সময়টা খুব উপভোগ করছি।'

দুর্গাপূজার ছুটিতে চঞ্চল চৌধুরী পাবনায় গ্রামের বাড়িতে ছুটে যান। সেখানে ভাই-বোন ও আত্মীয়দের সঙ্গে পূজা উদযাপন করেন তারা। সবার সঙ্গে দেখা করতে এই সময়কে বেছে নেন তিনি।

চঞ্চল বলেন, 'পূজার ছুটিতে গ্রামের বাড়িতে ছুটে যাই। এবারও এসেছি। আপনজনরা দূর–দূরান্ত থেকে ছুটে অসেন। অনেকদিন পর তাদের সঙ্গে দেখা করতে পেরে মনটা খুশিতে ভরে যায়। গ্রামের পূজার মতো আনন্দ অন্য কোথাও পাই না।'

অপু বিশ্বাস প্রতিবছর পূজার সময়বগুড়ায় নিজ বাড়িতে থাকেন। শুধু গত বছর মা মারা যাওয়ায় পূজার সময়ে মন ভালো ছিল না বলে কোথাও যাননি। কিন্তু, এবার গ্রামের বাড়িতে যাচ্ছেন তিনি। অপু বিশ্বাস বলেনে, 'এক সপ্তাহ আগেও সিদ্বান্ত নিয়েছিলাম বাড়ি যাব না। সিদ্বান্ত বদল করেছি। আজ বা আগামীকাল গ্রামে যাব। পূজার প্রকৃত আনন্দ বাড়িতে গেলেই পাই।'

পূজার ছুটিতে রাজশাহীতে নানাবাড়িতে আছেন বিদ্যা সিনহা মিম। মিমের দাদার বাড়িও রাজশাহীতে। প্রতিবছর মা-বাবাকে সঙ্গে নিয়ে পূজার দিনগুলো সেখানে কাটান মিম। তিনি বলেন, 'পূজা মানেই আনন্দ আর আনন্দ। অপেক্ষায় থাকি কবে পূজা আসবে, আর কবে নানাবাড়ি যাব। খুব মজা করি এখানে, এবারও তাই করছি। শুটিংয়ের ব্যস্ততা নেই। শুধুই গল্প, খাওয়া আর আড্ডা। অনেকে আমাকে দেখতে আসছে। আমি এটাকে বাড়তি আনন্দ হিসেবে দেখছি।'

অরুণা বিশ্বাস, বাপ্পী চৌধুরী, অপর্ণা ঘোষ, মৌটুসী বিশ্বাস (বাঁ দিক থেকে)

অরুণা বিশ্বাসের গ্রামের বাড়ি মানিকগঞ্জে। প্রতিবছর পূজায় সেখানে যান কিছুদিনের জন্য। তিনি বলেন, 'গ্রামের বাড়ি মা আর আমি সুন্দর সময় কাটাচ্ছি। দূর-দূরান্ত থেকে কত মানুষ আসছেন। তাদের সঙ্গে দেখা হয়ে কী যে ভালো লাগছে! পূজার ছুটি বলেই এটা সম্ভব হয়েছে।'

চলচ্চিত্র তারকা বাপ্পী চৌধুরী অপেক্ষায় থাকেন কখন দুর্গাপূজা আসবে। বিশেষ করে পূজার ছুটিতে শুটিং কমিয়ে পরিবার ও বন্ধুদের সময় দেন তিনি। এবারও তাই করছেন। তিনি বলেন, 'পূজায় দারুণ সময় কাটছে। দারুণ সময় কাটাচ্ছি। কেননা-আমার শহর নারায়নগঞ্জে পূজা অনেক বড় করে উদযাপন করা হয়। পূজার সময় শহরটা অন্যরকম সুন্দর হয়ে যায়।'

অপর্ণা ঘোষ প্রতিবছর পূজায় বাবা বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটান। পরিবারকে বেশি সময় দেন এবং পছন্দের খাবার খান। কিন্তু, এবার তিনি প্রথমবার শ্বশুরবাড়িতে পূজা উদযাপন করছেন। তার স্বামী দেশের বাইরে থেকে পূজা উপলক্ষে ছুটিতে এসেছেন। দুজনে মিলে পূজায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলেন, 'এবার পূজা আমার জীবনের মনে রাখার মতো পূজা। খুব ঘুরে বেড়াচ্ছি, খাওয়া-দাওয়া করছি। আমার জীবনের স্মরণীয় পূজা এবার।'

মৌটুসী বিশ্বাস পূজার ছুটিতে ঢাকায় আছেন। তবে- খুলনা যাওয়ার কথাও ভাবছেন। তিনি বলেন, 'বাবা খুলনায় আছেন। মন চাইছে ওখানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসতে।'

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

7h ago