অবশেষে অভিভাবকত্বের শৃঙ্খলমুক্ত ব্রিটনি স্পিয়ার্স

ব্রিটনি স্পিয়ার্স। ছবি: সংগৃহীত

অবশেষে ১৩ বছর পর বাবা জেমি স্পিয়ার্সের অভিভাবকত্বের শৃঙ্খল থেকে মুক্তি পেলেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। দীর্ঘ সময় ধরে তিনি বাবার শৃঙ্খল থেকে মুক্তি পেতে আইনি লড়াই চালিয়ে আসছিলেন। কিন্তু, আদালত বারবার তার বিরুদ্ধে রায় দিয়েছেন। তবুও, হাল ছাড়েননি গ্রামি বিজয়ী এই পপ তারকা। শেষ পর্যন্ত আদালত তার পক্ষে রায় দিয়েছেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক ব্রেন্ডা পেনি ব্রিটনির অভিভাবকত্বের শৃঙ্খল সমাপ্তির ঘোষণা করেছেন।

যদিও এদিন আদালতের শুনানিতে অংশ নেননি ব্রিটনি স্পিয়ার্স। আদালতে বিচারক বলেন, আজ থেকে কার্যকরভাবে ব্রিটনি ও তার সম্পদের অভিভাবকত্ব বাতিল করা হলো। এজন্য ব্রিটনির কোনো মেডিকেল রিপোর্ট মূল্যায়নের দরকার হবে না। কারণ সব পক্ষের সম্মতিতে আদালত তার সিদ্ধান্ত দিয়েছেন। তবে, বিচারক ব্রিটনির সম্পদ বর্তমান সংরক্ষকের কাছ থেকে হস্তান্তরে দুটি পদ্ধতিগত শর্ত দিয়েছেন। আগামী ৮ ডিসেম্বর শুনানিতে এ নিয়ে আদালতে আলোচনা হবে।

শুনানির পর ব্রিটনির আইনজীবী ম্যাথিউ রোসেনগার্ট আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, আদালতের শর্ত আগামী মাসে সমাধান করা হবে।

তিনি আরও বলেছেন, আমি তাকে নিয়ে গর্বিত এবং তাকে ধন্যবাদ জানাই। তার সাহস এবং কণ্ঠস্বরকে সাধুবাদ জানাই... আমরা বিশ্বাস করি আদালত সঠিক রায় দিয়েছেন।

এর আগে, গত ২৮ অক্টোবর আদালতে পুনরায় দায়ের করা আবেদনে ব্রিটনির আইনজীবী বলেছিলেন, এখন মিস স্পিয়ার্সের স্বাধীনতা দেওয়ার সময় এসেছে। তিনি স্বাধীনতা চান। অভিভাবকত্বের শৃঙ্খল থেকে মুক্তি চান। তার কয়েক সপ্তাহ পরেই আদালতের এই রায় এলো।

ব্রিটনির বাবা জেমি স্পিয়ার্সও গত ২ নভেম্বর তার আইনি দলের দায়ের করা এক প্রতিবেদনে অভিভাবকত্ব শেষ করতে সমর্থন দিয়েছিলেন। তিনি ১৩ বছর ধরে ব্রিটনির সম্পদের সংরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অবশ্য দীর্ঘ সময় ধরে তিনি অভিভাবকত্ব অবসানের আবেদন বিরোধিতা করে আসছিলেন।

কয়েক মাস আগে জেমিকে সম্পদের সংরক্ষক পদ থেকে সরিয়ে দেন আদালত। ব্রিটনির আইনজীবী এটিকে 'বিশাল' আইনি বিজয় বলে অভিহিত করেছিলেন। তখন ব্রিটনের সম্পদের অস্থায়ী সংরক্ষক হিসেবে প্রত্যয়িত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট জন জাবেলকে নিযুক্ত করা হয়।

চলতি মাসের শুরুতে জেমির আইনি দল বলেছিলেন, জেমি তার মেয়েকে নিঃশর্তভাবে ভালোবাসে এবং তাকে সমর্থন করেন। তিনি ব্রিটনির নিরাপত্তা ও যত্নের জন্য যা করা দরকার সব করবেন।। গত ১৩ বছর ধরে তিনি ব্রিটনির সম্পদের সংরক্ষক হিসেবে কাজ করেছেন। আর এখন তার ফল অভিভাবকত্ব শেষ হতে পারে না।

এ বছরের জুনে এক শুনানিতে ব্রিটনি অভিভাবকত্বের শৃঙ্খলাকে 'অপমানজনক' বলে অভিহিত করেছিলেন এবং মনস্তাত্ত্বিক মূল্যায়ন ছাড়াই এটি শেষ কারার দাবি করেছিলেন।

ভ্যারাইটিতে প্রকাশিত প্রতিলিপি অনুযায়ী ব্রিটনি বলেছিলেন, আমি শুধু আমার স্বাভাবিক জীবন ফিরে চাই। ইতোমধ্যে ১৩ বছর পার হয়ে গেছে এবং এটা যথেষ্ট হয়েছে।

ব্রিটনিকে ২০০৮ সাল থেকে অভিভাবকত্বের শৃঙ্খলের অধীনে রাখা হয়। জেমি এবং অ্যান্ড্রু এম ওয়ালেটকে ব্রিটনির সম্পদের সহ-সংরক্ষক নিযুক্ত করা হয়। অ্যান্ড্রু ২০১৯ সালে এই পদ থেকে পদত্যাগ করেন। ফলে, জেমি গ্র্যামি বিজয়ী ব্রিটনির সম্পদের একমাত্র সংরক্ষক হন।

সূত্র: ইঅনলাইন

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

5h ago