খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে বিদেশ নেওয়া জরুরি বলেও চিকিৎসা বোর্ড জানিয়েছেন।'

তিনি বলেন, 'দেশের মধ্যে সর্বোচ্চ চিকিৎসা দিয়েও কোনো ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না।'

'খালেদা জিয়াকে চিকিৎসা না দেওয়া সম্পূর্ণ অমানবিক' উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর জোর দাবি জানান তিনি।

বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্য যুক্তিসঙ্গত নয় দাবি করেন তিনি।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপি ২০ নভেম্বর ঢাকাসহ সারাদেশে গণঅনশন কর্মসূচির ঘোষনা দিয়েছে বলেও জানান মির্জা ফখরুল।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, 'দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামী ২০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারা জেলা-মহানগরে গণঅনশন কর্মসূচি পালনের জন্য আমি সবাইকে আহবান জানাচ্ছি।'

ভেন্যু সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, 'ঢাকায় সকাল ৯টা থেকে ৪টা এই কর্মসূচি হবে। ভেন্যু পাওয়ার সাপেক্ষে সেখানে অথবা সবশেষে কোথাও না পাওয়া গেলে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি পালন করব।'

Comments