‘খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানো না হলে সরকার হটানোর আন্দোলন’

খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানো না হলে ‘সরকার হটানো’র আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর পল্টনে বিএনপির অনশন কর্মসূচি। ছবি: আমরান হোসেন

খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানো না হলে 'সরকার হটানো'র আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার বিকালে গণঅনশন কর্মসূচিতে তিনি সরকারের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আগামী সোমবার ঢাকাসহ সারাদেশে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, 'গণঅনশন থেকে সরকারকে খুব পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করুন।'

'তা না হলে গণঅনশনের মধ্য দিয়ে এবার যে আন্দোলন শুরু হলো সেই আন্দোলন আপনাকে গদিচ্যুত করবে।'

তিনি বলেন, 'আগামী ২২ তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসা এবং তার মুক্তির দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং সারা দেশে মহানগর-জেলা-উপজেলায় সমাবেশ হবে। সেই সমাবেশে আমরা আবারো এই দাবি নিয়ে সামনে আসব।'

'তারপরে যদি না হয়, আবার কর্মসূচি ঘোষণা করা হবে।'

'বিদেশি ডাক্তাররা বলেছেন, দেশে খালেদার চিকিৎসা অসম্ভব'

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, 'তিনি আজকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। আমরা ডাক্তারদের সঙ্গে বার বার কথা বলেছি, বিদেশে ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন, খালেদা জিয়াকে বাংলাদেশে চিকিৎসা দেওয়া অসম্ভব।'

'তার যেসব জটিলতা আছে তাতে বিদেশে আরও উন্নত হাসপাতালে চিকিৎসা দেওয়া না হলে তাকে সুস্থ করা যাবে না। তার পরিবার থেকে আবেদন জানানো হয়েছিলে বিদেশে চিকিৎসা করার সুযোগ দেওয়ার জন্য। তারা (সরকার) সেই সুযোগ দেয়নি। উপরন্তু সংসদ নেত্রী এমন ভাষায় কথা বলেছেন যে ভাষা কোনো মতে গ্রহণযোগ্য নয়।'

আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, 'মিথ্যাচার করেছেন আইনমন্ত্রী। ৪০১ ধারায় এই সরকারের সম্পূর্ণ অধিকার আছে এবং এটা তাদের দায়িত্ব। যেকোনো নির্দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে পারে।'

নেতা-কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, 'এটা আমাদের জীবন-মরণের সমস্যা, আমাদের অধিকারের সমস্যা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের মাটির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে মিশে আছেন। মা ও মাটি বলতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বুঝি। নেত্রীকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে। সেজন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি।'

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে বিএনপির উদ্যোগে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এই গণঅনশন চলে। কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁ থেকে ফকিরেরপুল মোড় পর্যন্ত সড়কের এক দিকের ফুটপাতে মাদুর বিছিয়ে এই গণঅনশন চলে।

Comments

The Daily Star  | English

'All our hopes, dreams now shattered'

Says Afroza Akter, wife of worker killed in Basabo construction site

1h ago