ভারতের লোকসভায় বিতর্কিত ৩ কৃষি আইন বাতিলের বিল পাস

ছবি: রয়টার্স

ভারতের বিতর্কিত ৩টি কৃষি খাতের সংস্কার আইন বাতিল বিল পাস হয়েছে নিম্ন কক্ষ লোকসভায়। যেটা বাতিলের দাবিতে গত এক বছর ধরে কৃষকরা প্রতিবাদ করে আসছিলেন। 

আজ সোমবার অধিবেশন শুরুর প্রথম দিন বিলটি উপস্থাপনের কয়েক মিনিটের মধ্যে কোনো আলোচনা ছাড়া এটি পাস হয়।   

শীতকালীন অধিবেশনের প্রথম দিন দুপুরে লোকসভার অধিবেশনের সংক্ষিপ্ত মুলবতি শেষে আবারও সবাই একত্রিত হলে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষি খাতের সংস্কার আইন বাতিল বিল-২০২১ উত্থাপন করেন। যার মাধ্যমে সরকার গত বছরের সেপ্টেম্বরে পাস হওয়া ৩টি বিতর্কিত কৃষি আইনের বাতিল করতে চায়। 

কৃষি খাতের সংস্কারের উদ্দেশে, বিশেষ করে কৃষিজাত পণ্যের বাজারজাতকরণে সংস্কার আনার লক্ষ্যে আইন ৩টি পাস করা হয়েছিল। 

দ্য ডেইলি স্টারের নয়া দিল্লি সংবাদদাতা জানিয়েছেন, বিরোধী দলের আইন প্রণেতারা বিলের ওপর বিতর্কের জন্য ব্যানার তুলে স্লোগান দেন।

লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, যদি প্রতিবাদকারী আইনপ্রণেতারা তাদের আসনে ফিরে যান এবং হাউজে শৃঙ্খলা থাকে তাহলে তিনি বিলের ওপর আলোচনার অনুমতি দিতে প্রস্তুত।

তিনি সদস্যদের আসন গ্রহণের অনুরোধ জানিয়ে বলেন, 'আপনারা কি বিতর্ক চান। হাউজে শৃঙ্খলা থাকলে আমি বিতর্কের জন্য অনুমতি দিতে প্রস্তুত।'

তবে, বিরোধীরা স্পিকারের আবেদনে কান না দিয়ে তাদের বিক্ষোভ অব্যাহত রাখেন। 

সংসদে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী জিজ্ঞাসা করেন যেহেতু ৩টি বিতর্কিত আইন বাতিল বিল বিবেচনার জন্য তালিকাভুক্ত করা হয়েছে এবং পাস করার জন্য কেন আলোচনা হচ্ছে না। 

তবে, হট্টগোল চলতে থাকায় স্পিকার কণ্ঠভোটে বিলটি পাসের ঘোষণা দেন।

হাজার হাজার আন্দোলনকারী কৃষকের কাছে মাথা নত করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৯ নভেম্বর ঘোষণা করেছিলেন যে কৃষি আইন ৩টি প্রত্যাহার করা হবে।
 

Comments