২৪২ বছরের পুরনো ঐতিহ্য মণিপুরি ‘রাস উৎসব’

মণিপুরিদের প্রধান উৎসব রাসপূর্ণিমা বা রাস উৎসব। শরতের পূর্ণিমায় এই রাস উৎসব হয়। রাস উৎসবের দুটি পর্ব। দিনের বেলায় রাখালরাস এবং রাতে মহারাস।

১৭৭৯ সালে মণিপুরের তৎকালীন মহারাজা ভাগ্যচন্দ্র অগ্রহায়ণ মাসের শুক্লা পূর্ণিমাতে মহারাস প্রথমবারের মতো লীলা উৎসব প্রবর্তন করেন। এরপর থেকে কার্তিক পূর্ণিমা তিথিতে গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরীদের প্রধান ধর্মীয় মহোৎসব শ্রী শ্রী কৃষ্ণের মহারাস লীলা পালিত হয়ে আসছে। 
মহারাস লীলা মণিপুরীদের অনুষ্ঠান হলেও প্রতি বছর বর্ণিল এ উৎসবে শামিল হন দেশ-বিদেশের হাজারো দর্শনার্থী।

ইনসাইড বাংলাদেশে থাকছে মণিপুরীদের রাস উৎসব।
 

Comments