আমি ভালো আছি: আগুয়েরো

অ্যারিথমিয়া বা অনিয়মিত হৃৎস্পন্দনের কারণে অনেক দিন থেকেই মাঠের বাইরে আছেন সের্জিও আগুয়েরো। নিজেকে সুস্থ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। হৃদরোগের সেই জটিলতার পর প্রথমবারের মতো জনসাধারণের সামনে নিজের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন ৩৩ বছর বয়সী এ আর্জেন্টাইন তারকা।

গত নভেম্বরে আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ১-১ গোলে ড্র করা ম্যাচের ৪২তম মিনিট বুকে ব্যথা অনুভব করেন আগুয়েরো। তৎক্ষণাৎ মাঠে শুয়ে পড়েন। তাতে ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছিলেন সবাই। এরপর সেখান থেকে তাকে সরাসরি নেওয়া হয় হাসপাতালে। পরে চিকিৎসকরা হৃদযন্ত্রে সমস্যা চিহ্নিত করেন।

এ সমস্যায় আর মাঠে নাও ফেরা হতে পারে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের বাইরে থাকতেই হবে আগুয়েরোকে। যদিও এরমধ্যেই তার অবসরের গুঞ্জনও উঠেছে। সে গুঞ্জন অবশ্য থামিয়ে দিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ।

সেই ঘটনা ঘটার পর শুক্রবার নিজের টুইচ চ্যানেলে প্রথমবারের মতো হাজির হন আগুয়েরো। নিজের ভবিষ্যৎ সম্পর্কে সামান্য ধারণা দিয়ে বলেন, 'আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। আপনি ইতিমধ্যেই জানেন যে আমি ভালো আছি এবং আমি সামাজিক মাধ্যমে, সমস্ত ফরম্যাটে যে সমর্থন পেয়েছি তার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই।'

তার খোঁজখবর নেওয়া সকলকেই ধন্যবাদ জানিয়েছেন এ বার্সা তারকা, 'অনেক মানুষ আমাকে লিখেছেন, তাই আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। আমি এই বিষয়ে খুব বেশি কথা বলতে যাচ্ছি না, শুধুমাত্র আমি 'ক্রু' ম্যাচ (তার ই-স্পোর্টস দল) উপভোগ করতে যাচ্ছি এবং অন্য কিছু নয়। আমাকে সমর্থন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।'

আগুয়েরোর অবসরের গুঞ্জন জাভি উড়িয়ে দিলেও তা এখন চলমান ফুটবল পাড়ায়। তবে সব গুঞ্জনের শেষ হতে পান আগুয়েরোই। জানা গেছে নিজের ক্যারিয়ারের কর্ম পরিকল্পনা প্রকাশ করতে বার্সেলোনার সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হতে চলেছেন তিনি। যদিও সংবাদ সম্মেলনের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

7h ago