প্রাকৃতিক দুর্যোগ
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব

পটুয়াখালীতে প্রায় ৩ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীতে আমনসহ প্রায় ৩ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীতে আমনসহ প্রায় ৩ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ছবি: স্টার

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীতে আমনসহ প্রায় ৩ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একেএম মহিউদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির কারণে জেলায় আমনসহ অন্যান্য ফসলের ক্ষয়-ক্ষতির প্রাথমিক প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রতিবেদন অনুযায়ী- জেলায় ১.৩২ লাখ হেক্টর জমির ফসলের মধ্যে ২ হাজার ৮৫৫ হেক্টর জমির ফসলে ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে আছে- ১.২৭ লাখ হেক্টর জমিতে রোপা আমনের মধ্যে ৫০০ হেক্টর, ৭ হাজার হেক্টর জমির খেসারি ডালের মধ্যে ২ হাজার হেক্টর, ২ হাজার ৪০০ হেক্টর শীতকালীন শাক-সবজির মধ্যে ৩০০ হেক্টর, ৩৬০ হেক্টর তরমুজের মধ্যে ২৫ হেক্টর, ৪০ হেক্টর জমির সরিষার মধ্যে ১০ হেক্টর।

এ কে এম মহিউদ্দিন জানান, পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির পরিমাণ কমতে পারে।

 

Comments

The Daily Star  | English
Preparing for Ramadan's Price Shocks

Power price to go up 4 times a year

The government has drawn up a plan to increase the price of electricity four times a year for the next three years to withdraw all subsidies in the power sector, which the IMF recommends.

19m ago