জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলার অভিযোগ

পটুয়াখালীর লাউকাটী বাজার এলাকায় জমি নিয়ে বিরোধে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও জমি দখলের অভিযোগ করা হয়েছে।
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর লাউকাটী বাজার এলাকায় জমি নিয়ে বিরোধে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও জমি দখলের অভিযোগ করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তদের পক্ষে সাগর মালি নামে একজন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে সাগর মালি বলেন, 'পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইসমাইল হাওলাদার ও জাকির শেখের নেতৃত্বে ৫০-৬০ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে আমাদের বসত বাড়িতে হামলা চালিয়ে ৩টি বসত ঘর ভাঙচুর ও লুটপাট করে।'

তিনি আরও বলেন, 'তারা আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া ১ দশমিক ৩৫ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ শুরু করেছে। বর্তমান বাজার মূল্যে ওই জমির দাম ১ কোটি টাকা। এ ছাড়া প্রতিপক্ষের হামলায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।'

দখল করা জমি নিয়ে মামলা চলমান আছে বলেও দাবি করেন সাগর মালি।  

ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইসমাইল হাওলাদার হামলার ঘটনা অস্বীকার করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই জমি ২০১৫ সালে কিনেছি এবং জমির মালিকানা আমাদের।'

তবে তিনি হামলা, ভাঙচুর ও লুটপাটের বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।'
 

Comments

The Daily Star  | English

Law enforcers stop protesters from breaking thru Bangabhaban barricade

A group of protesters attempted to break through the security barricade in front of Bangabhaban around 8:30pm

8m ago