কুমিল্লার সিটি মেয়র সাক্কুকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে অব্যাহতি

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মনিরুল হক সাক্কু। ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত অক্টোবর মাসে সাক্কুকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে। তবে বিষয়টি এতদিন জানাজানি হয়নি।

দলীয় সূত্রে জানা যায়, দ্বিতীয়বার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে শপথ গ্রহণ শেষে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন। এ নিয়ে সে সময় দলীয় নেতাকর্মীরা সাক্কুর ব্যাপক সমালোচনাও করেন।

এরপর থেকে মনিরুল হক সাক্কু দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিলেন বলে জানা যায়।

গত ২২ সেপ্টেম্বর কুমিল্লা বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতবিনিময় সভায়ও সাক্কু অনুপস্থিত ছিলেন। এর কারণ ব্যাখ্যা করতে তাকে চিঠি দেওয়া হয়েছিল।

এ প্রসঙ্গে মনিরুল হক সাক্কু সাংবাদিকদের বলেন, 'আমি উত্তর দিয়েছিলাম, সেদিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক ছিল। যেদিন বৈঠক তার ২ দিন আগে ঢাকা থেকে চিঠি এসেছিল মিটিংয়ের। সে জন্য আমি যেতে পারিনি।'

'আমি ৪০ বছর বিএনপি করি। এটি তারেক রহমান সাহেবের ব্যাপার। পার্টির সিদ্ধান্তের ব্যাপার। তারা যা খুশি তা করুক। আমি আমার মতো চলছি,' বলেন তিনি।

তবে বিএনপি একজন নেতা জানান, জাতীয় নির্বাহী কমিটির সভায় অনুপস্থিত থাকার বিষয়ে চিঠির জবাবে সাক্কু যা বলেছেন, তা সন্তোষজনক না হওয়ায় তার ব্যাপারে এ সিদ্ধান্ত (অব্যাহতি) দেওয়া হতে পারে।

Comments

The Daily Star  | English

Will anyone take responsibility for traffic deaths?

The Eid festivities in April marked a grim milestone with a record number of road traffic accidents and casualties.

9h ago