বছরের আলোচিত বলিউড চলচ্চিত্র

ছবি: সংগৃহীত

সত্যি কথা বলতে ২০২১ সালটি চলচ্চিত্র শিল্পের জন্য গত বছরের চেয়ে ভালো ছিল। মহামারিতে বন্ধ থাকা সিনেমা হল এবং থিয়েটার এ বছর চালু হয়। এ বছর বলিউডের অনেক চলচ্চিত্র দর্শকের মন জয় করেছে। বিষয়বস্তুতেও ছিলো ভিন্নতা। ৮৩ এর মতো বায়োপিক, আবার শেরশাহের মতো যুদ্ধের চলচ্চিত্র বছরজুড়ে বলিউডকে আলোচনায় রেখেছিল। ২০২১ সালের সমাপ্তির আগে, বছরের আলোচিত কয়েকটি হিন্দি চলচ্চিত্রের কথা জেনে নিন।

ছবি: সংগৃহীত

৮৩

রণবীর সিং অভিনীত এবং কবির খান পরিচালিত ৮৩ নিঃসন্দেহে ২০২১ সালের অন্যতম আলোচিত সিনেমা। সিনেমাটি ১৯৮৩ সালে ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের ওপর ভিত্তি করে নির্মিত। এটি ৭.৪ আইএমডিবি রেটিং পেয়েছে। তাই সিনেমাটি যদি আপনি না দেখে থাকেন তাহলে এখন দেখে নিতে পারেন।

ছবি: সংগৃহীত

সরদার উধম

সরদার উধমে অভিনয় করে আবারও অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন ভিকি কৌশল। সিনেমাটি সত্য ঘটনায় অনুপ্রাণিত হয়ে নির্মিত। সিনেমাতে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী সরদার উধম সিংয়ের সাহসী সংগ্রাম দেখতে পাবেন দর্শক। সুজিত সরকার পরিচালিত সরদার উধম দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে পেরেছে। উধম সিং সত্যিই ২০২১ সালের অন্যতম আরেকটি আলোচিত চলচ্চিত্র।

ছবি: সংগৃহীত

শেরশাহ

শেরশাহতে সিদ্ধার্থ মালহোত্রার অভিনয় সবার নজর কেড়েছে। সিনেমাটি কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন অবলম্বনে নির্মিত। কিয়ারা আদভানি সিনেমাতে ক্যাপ্টেন বিক্রমের বাগদত্তার চরিত্রে অভিনয় করেছেন এবং দর্শকদের আবার তার অভিনয়ের প্রেমে পড়তে বাধ্য করেছেন। শেরশাহ এতটাই ভালো হয়েছে যে এটি যে কোনো ভারতীয়র ভিতরে দেশপ্রেমকে জাগিয়ে তুলবে।

ছবি: সংগৃহীত

মিমি

কৃতি শ্যানন কঠোর পরিশ্রম এবং প্রতিভা দিয়ে বলিউডে বড় জায়গা করে নিয়েছেন। তবে, মিমির চরিত্রে কৃতি অন্য কিছু ছিলেন! এই অভিনেত্রী মিমি চরিত্রে এতোটাই মিশে গেছেন যে, প্রমাণ করেছেন তিনি একজন অভিনেত্রীর চেয়েও বেশি কিছু ছিলেন। পঙ্কজ ত্রিপাঠী সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। পঙ্কজ কতটা ভাল অভিনয় করেছিলেন তা প্রমাণে নতুন করে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই।

ছবি: সংগৃহীত

হাসিন দিলরুবা

হাসিন দিলরুবার প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য দর্শকের মনকে নাড়িয়ে দিয়েছে! গল্পটি কেবল দর্শককে বিস্মিত করেনি, নির্বাচিত তারকা কলাকুশলীরা প্রতিটি বিট বিস্ময়কর ছিল। তাপসী পান্নু আবারও প্রমাণ করেছেন, কেন তিনি ব্যতিক্রম। তিনি আবারও দেখিয়ে দিয়েছেন তিনি কতট শক্তিমান অভিনেত্রী।

ছবি: সংগৃহীত

বেল বটম

লকডাউনের পর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া প্রথম কয়েকটি চলচ্চিত্রের মধ্যে একটি বেল বটম। অক্ষয় কুমার অভিনীত সিনেমাটিতে 'ভারত এবং প্রেক্ষাগৃহকে আরও একবার রক্ষাকারী' হিসেবে উল্লেখ করেছিলেন অনেক চলচ্চিত্র বিশ্লেষক। সিনেমাতে অক্ষয় এবং বাণী কাপুরের অভিনয় ছিলো সাবলীল। সিনেমাটিতে রোমাঞ্চ, উত্তেজনা সবই আছে।

ছবি: সংগৃহীত

শেরনি

বিদ্যা বালান একাই যে একটি চলচ্চিত্রে ভার নিতে পারেন শেরনি তার আরেকটি সাক্ষ্য। অভিনেত্রী এতে একজন বন কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির ট্রেলার মুক্তি পাওয়ার পরই আলোচনা তৈরি হয়। সিনেমাটিতে প্রতিটি চরিত্রের স্কেচ স্পষ্ট হয়ে উঠেছিল দর্শকের কাছে। বিদ্যার দুর্দান্ত অভিনয় দীর্ঘদিন মনে রাখবেন দর্শক।

Comments

The Daily Star  | English

Regulator repeatedly ignored red flags

Time after time, the internal safety department of the Civil Aviation Authority of Bangladesh uncovered irregularities in pilot licencing and raised concerns about aviation safety, only to be overridden by the civil aviation’s higher authorities.

8h ago