আগামী ২ মাসে মুক্তি পাচ্ছে যে ৬ সিনেমা

নতুন বছরে মুক্তির তালিকায় রয়েছে এক গুচ্ছ সিনেমা। প্রথম দুই মাসে মুক্তি পেতে যাচ্ছে এমন কয়েকটি আলোচিত সিনেমা সম্পর্কে জেনে নেওয়া যাক।

নতুন বছরে মুক্তির তালিকায় রয়েছে এক গুচ্ছ সিনেমা। প্রথম দুই মাসে মুক্তি পেতে যাচ্ছে এমন কয়েকটি আলোচিত সিনেমা সম্পর্কে জেনে নেওয়া যাক।

 

শান

নতুন বছরের প্রথম ২ মাসে যে সিনেমাগুলো মুক্তি পাবে তার মধ্যে প্রথমেই রয়েছে সিয়াম-পুজা চেরি অভিনীত 'শান'। একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমাটি। আগামী ৭ জানুয়ারি 'শান' মুক্তি পাবে। সিনেমাটির পরিচালক এম রাহিম, গল্প লিখেছেন আজাদ খান। ছবিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ আরও অনেকে। এটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

অভিনেতা সিয়াম বলেন, 'একজন অভিনেতার জন্য তার প্রতিটা সিনেমাই গুরুত্বপূর্ণ ও ভালোলাগার। এই সিনেমাটি নিয়ে নিজেও অনেক বেশি এক্সাইটেড। এটা আমার প্রথম অ্যাকশন সিনেমা। সবাই অ্যাকশন বলতে শুধু অ্যাকশনকেই বুঝে থাকেন, আসলে তা নয়। এটা হচ্ছে মেধার সঙ্গে মেধার লড়াই। দর্শক একটুও বিরক্ত হবেনা বলে আমার বিশ্বাস।'

মুখোশ

পরীমনি অভিনীত বছরের প্রথম সিনেমা 'মুখোশ' মুক্তি পাবে আগামী ২১ জানুয়ারি। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার শুভ। সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন রোশান। আরও আছেন মোশাররফ করিম, ইরেশ যাকের, প্রাণ রায়সহ অনেকে। আগামীকাল ২ জানুয়ারি 'মুখোশ' সিনেমার প্রথম গান মুক্তি পাবে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা।

অমানুষ

অনন্য মামুন পরিচালিত 'অমানুষ' সিনেমাটি আগামী ২৮ জানুয়ারি  মুক্তি পাবে। এটি রাফিয়াথ রশীদ মিথিলা অভিনীত প্রথম সিনেমা। এতে আরও অভিনয় করেছেন নীরব, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেকেই।

পরিচালক অনন্য মামুন বলেন, ''অমানুষ' আমার পরিচালিত ১৬তম সিনেমা। সিনেমার গল্প, অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। নতুন অনেক কিছুর সঙ্গে পরিচিত হবে আমাদের দর্শকরা। এই সিনেমার প্রতিটি চরিত্র মুগ্ধ করবে আশা করছি।'

পাপ-পূণ্য

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'পাপ-পূণ্য' সিনেমাটি আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুলসহ অনেকে।

তালাশ

সৈকত নাসির পরিচালিত 'তালাশ' সিনেমাটি মুক্তি পাবে আগামী ৪ ফেব্রুয়ারি। এক দল গানপাগল ছেলেমেয়ের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এই সিনেমায় শবনম বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ এবং আসিফ আহসান খান।

পরাণ

ভালবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা 'পরাণ'। সিনেমায় বিদ্যা সিনহা মিমের বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। 

Comments

The Daily Star  | English

Dubious cases weaken quest for justice

A man named Labhlu Mia was shot dead in the capital’s Uttara during protests on the morning of August 5.

34m ago