২০২১ এ প্রাণ ফিরে পেয়েছে টিভি নাট্যাঙ্গন

করোনা মহামারির কারণে টেলিভিশন নাটক অঙ্গনে ছিল স্থবিরতা। চলতি বছরে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে নাটকের শিল্পীরা, নতুন করে ফিরে পেয়েছে প্রাণ।
বছরের আলোচিত নাটক
গেল বছরের অন্যতম আলোচিত ও প্রশংসিত নাটক 'আলো'। এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মেহজাবীন। তিনি এর নাট্যকারও। নারী ট্রাফিক পুলিশদের টয়লেট ও দায়িত্ব চলাকালীন অন্যান্য সমস্যা নিয়ে আলো নাটকের গল্প। এই নাটকের জন্য পুরস্কারও পেয়েছেন মেহজাবীন।
এ ছাড়া, আলোচিত নাটকের মধ্যে রয়েছে—গরম ভাতের গন্ধ, মরণোত্তম, ২১ বছর পরে, পুনর্জন্ম, মায়ের ডাক, যদি আমি না থাকি, শেষটা অন্যরকম ছিল, লেগুনা চালক, বকুল ফুল, ব্রেকিং নিউজ, আপন, তালাচাবি, সৎ এর সত্য সমাচার, শিল্পী, যমজ, প্লাস ফোর পয়েন্ট ফাইভ ইত্যাদি।
গতানুগতিক প্রেম ও কমেডির ঘরানা থেকে বের হয়ে এসেছে টিভি নাটকগুলো। এই চেষ্টা অব্যাহত আছে গত কয়েক বছর ধরে। ফলে জীবন ঘনিষ্ঠ নাটক বেশি হচ্ছে এবং কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে দর্শকদের দিক থেকেও।
সমালোচনার ঝড়
প্রশংসা পাওয়ার পাশাপাশি গেল বছর একটি নাটক নিয়ে সমালোচনার ঝড় উঠে। আফরান নিশো ও মেহজাবীন অভিনীত 'ঘটনা সত্য' নাটকটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হেয় করার অভিযোগে নাটকটি নিয়ে সমালোচনা ও প্রতিবাদ শুরু হওয়ার পর ক্ষমা চান নাটকের দুই অভিনয় শিল্পী নিশো ও মেহজাবীন। ক্ষমা চান নাটকটির পরিচালক রুবেল হাসানও। শুধু ক্ষমা চেয়েই শেষ রক্ষা হয়নি নাটক সংশ্লিষ্টদের। ইউটিউব থেকেও নাটকটি সরিয়ে ফেলা হয়েছে।
বিয়ে
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন আমেরিকা প্রবাসী শাম্মা দেওয়ান। মডেল ও অভিনেতা নিলয় আলমগীর বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম তাবাসসুম।
বাজিমাত যাদের
বছর জুড়ে টিভি নাটকের সবচেয়ে ব্যস্ত অভিনেতা হিসেবে সময় পার করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আফরান নিশো ও জাহিদ হাসান। এক ঘণ্টার নাটক, টেলিফিল্মে বেশি কাজ করেছেন তারা। আফরান নিশোর ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় দর্শকরা বরাবরের মতো গ্রহণ করেছেন। চঞ্চল চৌধুরী নাটকের বাইরে ওটিটিতে কাজ করে প্রশংসিত হয়েছেন। মোশাররফ করিমও তার অভিনয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন। ব্যস্ত সময় কাটিয়েছে অপূর্ব এবং জাহিদ হাসানও।
লোকসানে শুটিং হাউজগুলো
নাটকের শুটিংয়ের জন্য রাজধানীর উত্তরায় গড়ে উঠেছে বেশকিছু শুটিং হাউজ। এ ছাড়া গ্রামীণ নাটকের শুটিং হাউজের অবস্থান গাজীপুর জেলার পূবাইল থানার ভাদুন গ্রামে। করোনার কারণে নিয়মিত শুটিং না হওয়ায় হাউজগুলো লোকসান গুনেছে।
লোকসান কাটিয়ে নতুন করে প্রাণ ফিরে পেতে শুরু করেছে শুটিং হাউজগুলো।
ওটিটিতে ব্যস্ত টিভি নাটকের শিল্পীরা
টিভি নাটকের জনপ্রিয় শিল্পী থেকে শুরু করে নতুন অভিনয় শিল্পীরা কমবেশি ওটিটিতে কাজ করেছেন। অনেক তারকা অভিনয় শিল্পী প্রচণ্ড ব্যস্ত সময় পার করেছেন ওটিটির জন্য।
গত জুনে মুক্তি পাওয়া আশফাক নিপুণ পরিচালিত 'মহানগর' ওয়েব সিরিজে অভিনয় করে তুমুল আলোচনায় ছিলেন মোশাররফ করিম। চঞ্চল চৌধুরীর 'তাকদীর' প্রশংসা কুড়িয়েছে।
জাহিদ হাসান এ বছর প্রথমবারের মতো ওটিটিতে কাজ করেছেন। এ ছাড়া, জাকিয়া বারী মম, মৌসুমী হামিদসহ অনেকেই ওটিটিতে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন।
ফিরে আসা
জনপ্রিয় ধারাবাহিক নাটক বকুলপুর আবার শুরু হয়েছে। দীপ্ত টিভির এই ধারাবাহিকটি 'বকুলপুর সিজন টু' নামে শুরু হতে যাচ্ছে। বাংলা ভিশনের জনপ্রিয় মেগা সিরিয়াল 'গুলশান এভিনিউ' আবার শুরু হয়েছে 'গুলশান এভিনিউ সিজন টু' নামে।
ভিন্ন আলোচনায় মেহজাবীন
মেহজাবীন তার সময়ের অভিনয় শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন। তবে এ বছর তিনি আলোচনায় ছিলেন একটি স্থির চিত্রকে কেন্দ্র করে। ছবিটি ঘিরে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন উঠে। তবে তারা কেউই এ বিষয়ে মুখ খুলেননি।
শখের মা হওয়ার খবর
মডেল ও অভিনেত্রী শখ কাজ থেকে দূরে অনেক দিন ধরেই। ভক্তরাও তার কোনো খবর পেতেন না। সেই দূরত্ব ঘুচিয়ে হঠাৎ করেই তিনি জানান, মা হয়েছেন।
তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা বাবা-মা হতে যাচ্ছেন। ডিসেম্বরেই এ বিষয়ে সবাইকে জানান এই দম্পতি।
Comments