‘১৪৪ ধারা আর কোথাও দিয়ে লাভ হবে না’

ব্রাহ্মণবাড়িয়া শহরে ১৪৪ ধারা জারি থাকায় সদর উপজেলার নাটাই বটতলী বাজার এলাকায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, '১৪৪ ধারা আর কোথাও দিয়ে লাভ হবে না। ধারার সময় শেষ হয়ে গেছে। অন্যান্য জায়গার মতো ব্রাহ্মণবাড়িয়াতেও ধারা কাজ হয়নি।'

আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাহসের সঙ্গে আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান বিএনপির এই নেতা।

তিনি বলেন, 'জোয়ার তখন শুরু হয়, তখন বাধ দিয়ে রাখা যায় না।'

তিনি আরও বলেন, 'সরকার এখন আলোচনায় বসছে। এ আলোচনা ভোট চুরির প্রক্রিয়ার অংশ।'

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে এ সমাবেশের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।

সমাবেশটি ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে খোলা জায়গায় হওয়ার কথা ছিল। তবে একই স্থানে ও সময়ে জেলা ছাত্রলীগও ছাত্র সমাবেশ আহ্বান করেছিল।

এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুরো ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছিল জেলা প্রশাসন।

শহরে ১৪৪ ধারা জারি থাকায় সদর উপজেলার নাটাই বটতলী বাজার এলাকায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সমাবেশে রুমিন ফারহানা বলেন, 'বেগম জিয়া কারাগারে হেঁটে গেছেন। তিনি এখন নিজের পায়ে দাঁড়াতে পারেন না। এর দায় সরকারকে নিতে হবে।'

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

25m ago