‘আপনাদের মিয়া ভাইয়ের শারীরিক অবস্থা এখন ভালো’

নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা এখন আগের তুলনায় ভালো আছে।
আকবর হোসেন পাঠান ফারুক। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার ফাইল ফটো

নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা এখন আগের তুলনায় ভালো আছে।

সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান গতকাল রোববার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'আপনাদের মিয়া ভাইয়ের শারীরিক অবস্থা এখন আল্লাহর রহমতে ভালো আছে। তার চিকিৎসা কার্যক্রম দীর্ঘমেয়াদী। গত ১০ মাস থেকে সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে। তিনি একটু-একটু করে সুস্থ হচ্ছেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন।'

২০২১ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ফারুক। গত ২১ মার্চ থেকে আইসিইউতে আছেন ঢাকাই চলচ্চিত্রের এই কিংবদন্তী অভিনেতা।

এইচ আকবর পরিচালিত 'জলছবি' চলচ্চিত্রের মাধ্যমে ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হন আজীবন সম্মাননায়।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে 'সারেং বৌ', 'লাঠিয়াল', 'সুজন সখী', 'নয়নমনি', 'মিয়া ভাই', 'গোলাপী এখন ট্রেনে', 'সাহেব', 'আলোর মিছিল', 'দিন যায় কথা থাকে' ইত্যাদি।

Comments

The Daily Star  | English

Dubious cases weaken quest for justice

A man named Labhlu Mia was shot dead in the capital’s Uttara during protests on the morning of August 5.

40m ago