নির্বাচনের দিন এফডিসিতে অন্য এলাকার পুলিশ না রাখতে বলেছি: নিপুণ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন চিত্রনায়িকা নিপুণ। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে একই প্যানেল থেকে সভাপতি পদে লড়বেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
নিপুণ। ফাইল ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন চিত্রনায়িকা নিপুণ। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে একই প্যানেল থেকে সভাপতি পদে লড়বেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ শিল্পী সমিতির নির্বাচনের নানা দিক নিয়ে আজ বুধবার কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

শিল্পী সমিতির নির্বাচনে আপনার অংশ নেওয়ার কারণ কী? 

করোনা মহামারি শুরুর সময়ে বিএফডিসিতে গিয়ে খুব কাছে থেকে দেখেছি, এই সেক্টরে অনেক সমস্যা আছে। সমিতিগুলোর মধ্যে অনেক দ্বন্দ্ব। এসব দ্বন্দ্ব দূর করতে নতুন নেতৃত্ব দরকার। শুধু সমিতি করলে চলবে না। সবাইকে কাজের মধ্যে নিয়ে আসতে হবে। সেজন্যই নির্বাচনে অংশ নেওয়া।

সবাইকে কাজের মধ্যে নেবেন কীভাবে? 

বেশি বেশি সিনেমা বানানোর দিকে মনোযোগী হতে হবে আমাদের। আমরা শিল্পী সমিতির উদ্যোগে বছরে অনেকগুলো সিনেমা নির্মাণের চেষ্টা করব। এতে করে সবাই কাজের মধ্যে থাকবে। চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য।

নিপুণ। ছবি: সংগৃহীত

নির্বাচিত হলে প্রথমে কোন কাজগুলো করবেন? 

চলচ্চিত্রের শিল্পীদের অনুদানের টাকায় নয়, কাজ করে বাঁচানোর চেষ্টা করব। সেই ব্যবস্থা করার চেষ্টা করব প্রথমে। এ ছাড়া, আমরা প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনার চেষ্টা করব। প্রধানমন্ত্রীকে নিয়ে এসে দেখাব, তার বাবার গড়া এফডিসি এখন কী অবস্থায় আছে। তিনি যতদিন এফডিসিতে না আসবেন, সিনেমার কোনো উন্নতি হবে না। নির্বাচনে জয়ী হয়ে যে কোনো মূল্যে প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনব।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বাদ পড়া ১৮৪ জন সদস্য বিষয়ে কিছু বলবেন?

তাদের সঙ্গে অনেক বড় অন্যায় করা হয়েছে। করোনার সময় দেখেছি তাদের প্রতি অন্যায়ের মাত্রা। এইসব শিল্পীদের বিএফডিসি ঢুকতে দেওয়া হতো না। তাদের সবকিছুতে চুপ থাকতে দেখেছি। শিল্পী হয়েও তারা এফডিসির বাইরে দাঁড়িয়ে থাকতেন। শিল্পী সমিতির অন্যদের আঁধারে রেখেই এমন করা হয়েছে। শিল্পী সমিতির যারা উপদেষ্টা ছিলেন, তাদের অনেকেই অবগত ছিলেন না এই বিষয়ে।

আপনাদের ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে আর কারা আছেন? 

আমাদের সঙ্গে শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, পরীমনি, ফাইটার আরমান, আফজাল শরীফ, জেসমিন, সাইমন, ইমন, নূতন, গাঙ্গুয়া নিরবসহ অনেকেই আছেন।

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আর কিছু বলবেন? 

আজ শিল্পী সমিতির জন্য নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র নেওয়ার সময় তাদের বলেছি, বিএফডিসি তেজগাঁও শিল্পাঞ্চলে হওয়ায় নির্বাচনের দিন এখানে যেন এই অঞ্চলের পুলিশ ছাড়া অন্য জায়গার পুলিশ না থাকে। আশা করি আমাদের কথা রাখবেন তারা। বিএফডিসির অবস্থা এত জটিল না যে এখানে অন্য এলাকার পুলিশ আনতে হবে।

Comments

The Daily Star  | English

Dubious cases weaken quest for justice

A man named Labhlu Mia was shot dead in the capital’s Uttara during protests on the morning of August 5.

50m ago