এফডিসিতে প্রধানমন্ত্রীকে নিয়ে আসাই আমার প্রথম লক্ষ্য: নিপুণ

বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণের নাম ঘোষণা করে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছে আপিল বোর্ড। আগামীকাল রোববার বিকেলে শপথ নেবে নতুন কমিটি।
অভিনেত্রী নিপুণ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণের নাম ঘোষণা করে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছে আপিল বোর্ড। আগামীকাল রোববার বিকেলে শপথ নেবে নতুন কমিটি।

নানা নাটকীয়তার পর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার অনুভূতি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে আজ শনিবার নিপুণ কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

কেমন লাগছে জয়ী হয়ে?

আমি কিছুই বলতে পারছি না। শিল্পী ও সত্যের জয় হয়েছে। শিল্পীদের প্রতি অনেক কৃতজ্ঞতা। তারা আমার পাশে আছেন, থাকবেন। যে অভিযোগের কারণে তার (জায়েদ খান) প্রার্থিতা বাতিল হয়েছে, সেই অভিযোগ সংক্রান্ত অনেক ফুটেজ আছে। আপিল বোর্ড সেগুলো যাচাই-বাছাই করার পর অপরাধের প্রমাণ পেয়েছে বলেই তার প্রার্থিতা বাতিল করেছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু একজনের অনিয়মে এমন হলো।

জায়েদ খানের তো মামলা করার সুযোগ আছে?

মামলা করার অধিকার দেশের প্রতিটা নাগরিকের আছে। মামলা করলে আমরা লড়ার জন্য প্রস্তুত আছি।

শিল্পী সমিতির জন্য কী কী করবেন? 

আমি দীর্ঘদিন ধরে এফডিসির শিল্পীদের সঙ্গেই আছি। তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। শিল্পীদের উন্নয়নে কাজ করে যাব। নির্বাচনের আগে যেটা বলেছিলাম, এখনো সেটাই বলছি, এফডিসিতে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আসা আমার প্রথম লক্ষ্য।

 

Comments

The Daily Star  | English

10, 638 candidates pass 46th BCS preliminary test

A total of 10, 638 candidates passed the preliminary test of 46th Bangladesh Civil Service (BCS) examinations

1h ago