আইপিলের নিলামের মাঝে আচমকা মাটিতে ঢলে পড়লেন সঞ্চালক

আইপিএলের মেগা নিলামে তখন তৃতীয় সেটের বিডিং চলছিল। শ্রীলঙ্কান অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গাকে দলে পেতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দরদামের মধ্যে আচমকা মাটিতে ঢলে পড়লেন নিলাম পরিচালক হিউ এডমিডস। তাতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে নিলাম কার্যক্রম।
এডমিডস হুট করে অসুস্থ হয়ে পড়ায় নিলাম প্রক্রিয়া বন্ধ করে লাঞ্চ বিরতি দেওয়া হয়েছে। শনিবার বেঙ্গালুরুর একটি অভিজাত হোটেলে দুপুরে শুরু হয় আইপিএলের মেগা নিলাম। প্রথম দুই সেট ঠিকঠাকভাবে হওয়ার পর তৃতীয় সেটে ঘটল এই বিপত্তি।
পাঞ্জাবের সঙ্গে লড়াই করে হাসারাঙ্গাকে পেতে বেঙ্গালুরু ১০ কোটি ৭৫ লাখ টাকার দাম হাঁকার পরই দেখা যায় মাটিতে ঢলে পড়ে গেছেন এডমিডস। তাকে চিকিৎসার ব্যবস্থা করে আবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় নিলাম প্রক্রিয়া ফের শুরু হবে। ধারাভাষ্যকার গৌতম ভিমানী ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, এডমিডস এখন ভালো আছেন। তবে তিনি একটু ঘাবড়ে গেছেন। তবে এডমিডস আর নিলাম পরিচালনা করার অবস্থায় নেই। তার জায়গায় চারু শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
২০১৮ সালে রিচার্ড মেডলির কাছ থেকে নিলাম পরিচালনার ভার নিয়েছিলেন ব্রিটিশ পেশাদার নিলাম পরিচালক এডমিডস। ৩৫ বছরের ক্যারিয়ারে বিভিন্ন রকমের প্রায় আড়াই হাজার নিলাম সঞ্চালনা করেছেন তিনি। আইপিএলেও আগে পাঁচবার সফলভাবে নিলাম সম্পন্ন করেছেন ৬০ বছর বয়সী এডমিডস।
বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় নিলাম শুরুর পর ১০ খেলোয়াড়ের মার্কি সেটে আকর্ষণ কেড়ে নেন ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। ১২ কোটি ২৫ লাখ রূপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এদিকে, বাংলাদেশের শীর্ষ তারকা সাকিব আল হাসানের নাম নিলামে উঠলেও প্রথম দফায় তাকে পেতে আগ্রহী হয়নি কেউ।
Comments