মৃত্যুর ১৪ বছর পরেও দর্শকদের প্রিয় মান্না

বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক মান্না মৃত্যুর ১৪ বছর পরেও দর্শকদের মনের মধ্যে আছেন। তার অভিনীত সিনেমাগুলো সমানতালে দর্শক পছন্দ করেন। মান্না অভিনীত সিনেমার টুকরো অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আজও পছন্দের শীর্ষে। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন- সব ঘরানার সিনেমায় নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন মান্না।
নায়ক মান্না। ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক মান্না মৃত্যুর ১৪ বছর পরেও দর্শকদের মনের মধ্যে আছেন। তার অভিনীত সিনেমাগুলো সমানতালে দর্শক পছন্দ করেন। মান্না অভিনীত সিনেমার টুকরো অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আজও পছন্দের শীর্ষে। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন- সব ঘরানার সিনেমায় নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন মান্না।

নায়ক মান্না অভিনীত 'ত্রাস' ব্যাপক সাড়া জাগানো একটি সিনেমা। কাজী হায়াৎ পরিচালিত 'আম্মাজান' সিনেমার গান, অভিনয় দর্শক দীর্ঘদিন মনে রাখবেন। এছাড়া প্রচুর হিট সিনেমা উপহার দিয়েছিলেন মান্না ।

আজ ১৭ ফেব্রুয়ারি নায়ক মান্নার ১৪ তম প্রয়াণ দিবস। ২০০৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

মান্নাকে স্মরণ করে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন শাকিব খান ও চিত্র নায়িকা নিপূণ। 

শাকিব খান বলেন, 'চলচ্চিত্রের একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন মান্না ভাই। একেবারেই আনপ্যারালাল। তার প্রতিটি কাজে ছিল আলাদা সিগনেচার। ইন্ডাস্ট্রির ভালোর জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন।'

তিনি বলেন, 'অশ্লীলতা যখন চরমে, সমসাময়িক অনেকেই চলচ্চিত্র থেকে সরে গিয়েছিলেন; তখনও হাল ছাড়েননি। দুঃসময়ে চলচ্চিত্রকে আগলে রেখেছিলেন। সে সময় উপহার দিয়েছেন জনপ্রিয় সব চলচ্চিত্র। দর্শকদের করেছিলেন হলমুখী।'

তিনি আরও বলেন, 'আমার সৌভাগ্য চলচ্চিত্রের স্ট্রাগল সময়ে কয়েকটি চলচ্চিত্রে এই মানুষটার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। ভীষণ মিস করি তাকে। ১৪ বছর তিনি না থেকেও সবসময় আছেন ভালোবাসার স্থানে।'

চিত্রনায়িকা নিপুণ বলেন, 'মান্না ভাই ছিলেন খুবই সাদা মনের মানুষ। সবার সঙ্গে ভালোভাবে মিশতেন। শুধু সিনেমার পর্দায় নয়, সহশিল্পীদের কাছেও ছিলেন প্রিয়। ছিলেন ভালোবাসার নাম। প্রযোজকদের কাছে ছিলেন আস্থা তাকে নিয়ে লগ্নি করতে ভরসা পেতেন। কাজপাগল মানুষ ছিলেন। মান্না ভাইয়ের চলে যাওয়াতে সিনেমার অনেক ক্ষতি হয়েছে।'

নায়ক মান্না ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম অভিনীত সিনেমা 'তওবা' (১৯৮৪)।

মান্না অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে- সিপাহী, যন্ত্রণা, অমর, পাগলী, ত্রাস, কাশেম মালার প্রেম, জনতার বাদশা, লাল বাদশা, আম্মাজান, রুটি, দেশ দরদী, অন্ধ আইন, স্বামী-স্ত্রীর যুদ্ধ, অবুঝ শিশু, মায়ের মর্যাদা, মা-বাবার স্বপ্ন, হৃদয় থেকে পাওয়া, আব্বাজান ইত্যাদি।

১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। মৃত্যুর পর তাকে সেখানেই সমাহিত করা হয়।

Comments

The Daily Star  | English

‘Vested groups behind violence in the hills’

Three advisers, who visited Rangamati and Khagrachhari yesterday, have pointed out that vested groups are trying to destabilise the situation in the hills with a view to putting the interim government in an awkward position.

1h ago