ছবিতে ইউক্রেনে রাশিয়ার হামলা

ইউক্রেনের মারিউপোলের বাইরে ইউক্রেনিয় সামরিক স্থাপনায় ক্ষতিগ্রস্ত রাডার এবং অন্যান্য সরঞ্জাম। ছবি: এপি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পরই রাশিয়ার সামরিক ট্যাঙ্ক ইউক্রেনের দোনেৎস্কের দিকে অগ্রসর হয়। এর কিছুক্ষণ পর ইউক্রেনজুড়ে শোনা যায় বিস্ফোরণের শব্দ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তখন সতর্ক করে দিয়ে বলেন, 'পূর্ণ মাত্রায় আক্রমণ" চলছে।

কয়েক সপ্তাহের গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা এবং রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেও পুতিনকে আটকাতে সম্ভব হয়নি। ইউক্রেন সীমান্তে তিনি দেড় থেকে দুই লাখের মতো সৈন্য মোতায়েন করেছিলেন। 

মারিউপোল শহরে চলে অগ্রসর হচ্ছে ট্যাঙ্ক বহর। ছবি: রয়টার্স

পুতিন ইউক্রেনের সৈন্যদের অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই অভিযানের ফলে ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি 'গণহত্যা' প্রত্যক্ষ করতে যাচ্ছে।
 
ক্রেমলিন এর আগে বলেছিল, পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নেতারা কিয়েভের বিরুদ্ধে মস্কোর কাছে সামরিক সাহায্য চেয়েছিল।

ইউক্রেনের খারকিভের বাইরে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে রাশিয়ান বিমান হামলায় আহত এ নারী। ছবি: আনাদোলু

বৃহস্পতিবারের হামলার পরিসর তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, 'সবচেয়ে খারাপ পরিস্থিতি চলছে।'

দোনেৎস্কের কাছে রাস্তায় একটি সামরিক যান। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, এর 'পরিণাম' হিসেবে 'বিপর্যয়কর প্রাণহানি ও জনদুর্ভোগ হবে বলে জানিয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার 'বেপরোয়া এবং বিনা উসকানিতে' হামলার নিন্দা করেছেন ন্যাটো প্রধান।

ইউক্রেনের কিয়েভ অঞ্চলে গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত গার্ড সার্ভিস সাইট। ছবি: রয়টার্স
ইউক্রেনের খারকিভে গোলাগুলির পর একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের অভ্যন্তরীণ দৃশ্য। ছবি: রয়টার্স
দোনেৎস্কে রাশিয়ান মিরিটারি ট্যাঙ্ক। ছবি: আনাদোলু
সিভেরোদোনেৎস্কে এটিএম বুথের সামনে মানুষের সারি। ছবি: এপি
পুতিন পূর্ব ইউক্রেনে হামলার অনুমোদন দেওয়ার পর কিয়েভ ছাড়ছে মানুষ। ছবি: রয়টার্স
মানুষ কিয়েভ শহর ছেড়ে যাওয়ার সময় সৃষ্টি হয় ট্রাফিক জ্যাম। ছবি: এপি
কিছু মানুষ তাদের ব্যাগ-ব্যাগেজ নিয়ে কিয়েভের একটি মেট্রো স্টেশনের দিকে হাঁটছে। ছবি: এএফপি
কিয়েভে রাশিয়ান হামলার পর একটি সামরিক ভবনের কাছে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার
কিয়েভের একটি পাতাল রেল স্টেশনে আশ্রয় নিয়েছে মানুষ। ছবি: রয়টার্স
মারিউপোলের বিমানবন্দরের কাছে একটি সামরিক স্থাপনায় আগুন জ্বলতে দেখা যায়। ছবি: রয়টার্স
কিয়েভের রাস্তায় পড়ে থাকা একটি ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ পরিদর্শন করছেন পুলিশ কর্মকর্তারা। ছবি: রয়টার্স
কিয়েভ বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষা। ছবি: রয়টার্স
খারকিভের কাছে চুগুয়েভের একটি সামরিক বিমানবন্দর থেকে কালো ধোঁয়া উঠছে। ছবি: এএফপি
খারকিভ অঞ্চলে পূর্ব ইউক্রেনের একটি সাঁজোয়া যানে ইউক্রেনের সৈন্যরা। ছবি: রয়টার্স

 

Comments

The Daily Star  | English

Committee of 3 advisers formed to probe Abdul Hamid's departure

Led by CR Abrar, Syeda Rizwana Hasan, and Brig Gen (retd) M Sakhawat Hossain are part of the committee

38m ago