খেরসন দখল করে নিয়েছে রুশ বাহিনী

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রুশ সেনা। ছবি: তাস

সামরিক আগ্রাসনের সপ্তম দিনে আজ বুধবার সকালে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন দখল করে নিয়েছে রুশ বাহিনী।

স্থানীয় সিসিটিভির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সিসিটিভির ভিডিওতে দেখা গেছে সাঁজোয়াযান নিয়ে রুশ সেনারা খেরসন শহরের রাস্তা টহল দিচ্ছে।

এতে আরও বলা হয়, প্রায় আড়াই লাখ লোকের খেরসন পতনের আগে শহরের মেয়র ইগর কলিখায়েভ ইউক্রেন সরকারের কাছে খাবার ও ওষুধ সরবরাহ এবং আহতদের সরিয়ে নেওয়া জন্য আবেদন করেছিলেন।

শহরের এক কাউন্সিলার বিবিসিকে বলেছেন, খেরসনে অন্তত ২০০ জন নিহত হয়েছেন। তাদের অনেকেই বেসামরিক লোক।

গতকাল মঙ্গলবার মেয়র ইগর কলিখায়েভের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস জানিয়েছিল, রুশ সেনারা শহরের প্রবেশপথে চেকপয়েন্ট বসিয়েছে।

Comments

The Daily Star  | English

Foreigner detained with over 8kg cocaine at Dhaka airport

The street value of the seized contraband is around Tk 130 crore

32m ago