বন্ধু হারানোর ব্যথায় কাতর শচীন- লারা

shane warne, Sachin Tendulkar & Brain Lara
একসঙ্গে শেন ওয়ার্ন, শচিন টেন্ডুলকার ও ব্রায়ান লারা। ছবি: ওয়ার্নের ফেসবুক পেজ

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সুন্দর ও রোমাঞ্চকর দ্বৈরথগুলোর মধ্যে জড়িয়ে আছে এই তিনজনের নাম। নব্বুইয়ের দশকে ক্রিকেটপ্রেমীরা শেন ওয়ার্ন-শচীন টেন্ডুলকার, শেন ওয়ার্ন-ব্রায়ান লারার লড়াই দেখতে মুখিয়ে থাকতেন। তবে মাঠের লড়াইয়ের বাইরে তারা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। এই তিনজনের মধ্যে সবচেয়ে বর্ণময় যিনি সেই ওয়ার্নের জীবন হুট করেই নিভে গেল। খবরটা হজম্ম  হচ্ছে না কারোরই। বিশ্বাস হবে কি করে শচীন-লারার? তাই তো বন্ধু হারানোর বেদনায় কাতর এই দুজন। 

শুক্রবার ওয়ার্নের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকে বিহ্বল হয়ে পড়ে পুরো ক্রিকেট দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ফেসবুক সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট সংশ্লিষ্টদের শত শত পোস্টে ছেয়ে গেছে। 

তার মধ্যেও আলাদা করা গেল শচীন- লারাকে। বন্ধু হারালে যে দুনিয়াটা খা খা করে। সেটা টের পাওয়া যায় বেরিয়ে আসা শব্দে।

ওয়ার্নের সঙ্গে নিজের এক পুরনো ছবি দিয়ে শচীন তাৎক্ষণিকভাবে জানান তার প্রতিক্রিয়া,  'শোকাহত, হতবাক ও পীড়িত 

তোমাকে মিস করব ওয়ার্নি। খেলার মাঠে ও বাইরে কখনই নির্জীব মুহূর্ত ছিল না। আমাদের মাঠের ভেতরের দ্বৈরথ ও মাঠের বাইরের ঠাট্টাকে সব সময় খুঁজব। ভারতের কাছে তোমার সব সময় একটা বিশেষ জায়গা ছিল। ভারতীয়দের জন্যও তোমার একটা বিশেষ জায়গা ছিল।  

এত কম বয়েসে চলে গেলে!' 

মাত্র ৫২ বছর বয়েসে চলে যাওয়া প্রিয় বন্ধুর জন্য শোকবার্তা লিখতে নিশ্চয়ই কেঁপে উঠেছে লারার আঙুল। তার পোস্টেও আছে তেমন আভাস, 'হৃদয়ভাঙ্গা ও বাকরুদ্ধ। আমি আসলেই বুঝতে পারছি না পরিস্থিতিটাকে কীভাবে ব্যাখ্যা করব। আমার বন্ধু চলে গেছে। আমরা আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়াবিদকে হারিয়েছি। তার পরিবারকে আমার সমাবেদনা। শান্তিতে ঘুমাও ওয়ার্নি, তোমাকে মিস করব।' 

 

ওয়ার্নকে মনে করা হয় সর্বকালের সেরা লেগ স্পিনার। ইতিহাসের প্রথম কোন বোলার হিসেবে টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। পরে যা ছাড়িয়ে যান মুত্তিয়া মুরালিধরন। তার একটি ডেলিভারিকে বলা হয় শতাব্দি সেরা বল দ্য 'বল অব দ্য সেঞ্চুরি।' 

থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে নিজের বাগানবাড়িতে নিস্তব্ধ অবস্থায় পাওয়া যায় তাকে। অথচ এভাবে চলে যাওয়ার কোন আভাসই ছিল না। এদিন সকালেই অজি আরেক কিংবদন্তি রডনি মার্শের প্রয়ানে টুইট করে জানিয়েছিলেন শোক। 

Comments