বাইডেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেও যোগাযোগ রাখতে চায় রাশিয়া: ক্রেমলিন
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য মস্কোর পদক্ষেপের অর্থ এই নয় যে, রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখতে চায় না।
আজ বুধবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন বলে জানিয়েছে রাশিয়ার বার্তাসংস্থা তাস।
ক্রেমলিনের মুখপাত্র বলেন, 'এই নিষেধাজ্ঞার অর্থ যোগাযোগ রাখতে অস্বীকার করা নয়। প্রয়োজনে যোগাযোগ পুনরায় শুরু হতে পারে।'
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জো বাইডেনের সঙ্গে কথা বলেননি বলে জানান প্রেসকভ।
গতকাল মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও আর ১২ জন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি, সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি আছেন।
Comments