অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় মারা গেছেন

টালিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (৫৮) মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
অভিষেক চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

টালিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (৫৮) মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

ভারতের টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস, জি নিউজসহ একাধিক সংবাদমাধ্যম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার রাতে একটি চ্যানেলের শুটিংয়ে ছিলেন অভিনেতা। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থাতেই ফিরে যান বাড়িতে। রাতে বাড়িতেই শুরু হয় চিকিৎসা। স্যালাইন দেওয়া হয়। রাত ১টার দিকে মারা যান এই অভিনেতা।

১৯৬৪ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো 'পথভোলা'। আলোচিত অন্য সিনেমার মধ্যে রয়েছে- অমর প্রেম, মায়াবিনী, আবির্ভাব, সংঘর্ষ, আলো, ফিরিয়ে দাও। বর্তমানে যুক্ত ছিলেন ছিলেন স্টার জলসায় প্রচারিত ধারাবাহিক নাটক 'খড়কুটো'র সঙ্গে।

অভিষেকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক শোকবার্তায় তিনি বলেন, 'বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতকাল গভীর রাতে কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৫৮ বছর।'

Comments

The Daily Star  | English

3 cases filed against Milton Samadder; DB to seek 7-day remand

Three cases have been filed against Milton Samadder, founder of Child and Old Age Care, over various charges, including fraudulence

6m ago