আগামীকাল বাংলাদেশে এ আর রহমানের কনসার্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারতের খ্যাতিমান সঙ্গীতশিল্পী এ আর রহমানের কনসার্ট।
AR Rahman
মিউজিক কম্পোজার এআর রহমান। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারতের খ্যাতিমান সঙ্গীতশিল্পী এ আর রহমানের কনসার্ট।

এই কনসার্টে আরও গান গাইবেন বাংলাদেশের কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও ব্যান্ড মাইলস।

আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই কনসার্টের টিকিট পাওয়া যাবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টিকিটের মূল্য নির্ধারণ করেছে সর্বোচ্চ ১০ হাজার টাকা থেকে সর্বনিম্ন এক হাজার টাকা।

আগামীকালের কনসার্টে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্যরা। এ কারণে আগামীকাল বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত স্টেডিয়ামের আশপাশের এলাকার সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত রাখবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Comments

The Daily Star  | English

Heat stress jeopardises dairy industry

There are around 2.5 crore cows and 13 lakh to 14 lakh farmers in the country. Of the farmers, 3.5 lakh own large farms, according to the Dairy Farm Owners Association in Bangladesh.

1h ago