সংগীত

গ্র্যামির আগে করোনায় আক্রান্ত বিটিএসের জাংকুক

বিগহিট মিউজিকের এক বিবৃতিতে বলা হয়েছে, বিটিএস সদস্য জাংকুক গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্রে যাওয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন। তার শুধু একটি উপসর্গ আছে। তিনি বর্তমানে সেলফ-কোয়ারান্টিনে আছেন।
বিটিএস সদস্য জাংকুক। ছবি: সংগৃহীত

বিগহিট মিউজিকের এক বিবৃতিতে বলা হয়েছে, বিটিএস সদস্য জাংকুক গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্রে যাওয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন। তার শুধু একটি উপসর্গ আছে। তিনি বর্তমানে সেলফ-কোয়ারান্টিনে আছেন।

বিগহিট আজ মঙ্গলবার ওই বিবৃতি দিয়েছে বলে পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে।

বিগহিট জানিয়েছে, লাসভেগাসে অনুষ্ঠিত হতে যাওয়া গ্র্যামির কনসার্টসহ বিটিএসের অন্যান্য সময়সূচী স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিগহিটের বিবৃতিটি ছিল এমন- জাংকুক কোরিয়ায় থেকে রওনার আগে পিসিআর পরীক্ষায় নেগেটিভ শনাক্ত হন। গ্র্যামি অ্যাওয়ার্ডস পারফরম্যান্সের প্রস্তুতির জন্য গত ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন। লাসভেগাসে পৌঁছানোর পর তিনি গলাব্যথার উপসর্গ দেখা যায়। পরে রোববার বিকেলে পিসিআর পরীক্ষা এবং একটি স্ট্যান্ডার্ড পিসিআর পরীক্ষা করানো হয়। সোমবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসরণ করে সেলফ-কোয়ারেন্টিনে চিকিত্সাধীন। তার গলাব্যথা ছাড়া অন্য কোনো নেই।

Comments

The Daily Star  | English

Bangladesh’s ever-neglected working class

Even after half a century of independence, most of the working people in Bangladesh are far from enjoying fundamental workers' rights.

8h ago