মায়ের নামে মসজিদ নির্মাণ করেছি: রোজিনা

প্রায় ২ কোটি টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ করেছেন অভিনেত্রী রোজিনা। শৈশবের স্মৃতি বিজড়িত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মায়ের নামে মসজিদটি নির্মাণ করলেন তিনি।
রোজিনা। ছবি: স্টার

প্রায় ২ কোটি টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ করেছেন অভিনেত্রী রোজিনা। শৈশবের স্মৃতি বিজড়িত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মায়ের নামে মসজিদটি নির্মাণ করলেন তিনি।

মসজিদটির নাম 'দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ'।

আজ শনিবার দ্য ডেইলি স্টারকে রোজিনা বলেন, 'আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটি মসজিদ নির্মাণ করবো। সেই স্বপ্ন থেকে ২০১৯ সালে মসজিদ নির্মাণের কাজ শুরু করি। ২ বছর লাগলো মসজিদের কাজ শেষ হতে।'

তিনি আরও বলেন, 'জন্মভূমির কথা সবসময় মনে পড়ে। ব্যস্ততার কারণে এখানে খুব একটা আসা হয় না। তাই ভালোবাসা থেকেই মায়ের নামে এখানে একটি মসজিদ নির্মাণ করছি। মসজিদে কোনো কিছুর কমতি রাখিনি।'

'আগামীতে এখানে একটি চক্ষু হাসপাতাল করার ইচ্ছা আছে। সবার সহযোগিতা পেলে সেটির কাজ শুরু করবো,' যোগ করেন তিনি।

চলচ্চিত্র শিল্পী সমিতি রোজিনার পদত্যাগপত্র গ্রহণ করেছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'চলচ্চিত্র শিল্পী সমিতির বিষয়ে কথা বলার কোনো ইচ্ছা আর নেই।'

বর্তমান ব্যস্ততার বিষয়ে রোজিনা বলেন, 'আমার পরিচালিত প্রথম সিনেমা "ফিরে দেখা"র কাজ শেষ করে তথ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এটা অনুদানের সিনেমা। মুক্তিযুদ্ধের সিনেমা হওয়ায় আমার ইচ্ছা সিনেমাটি ১৬ ডিসেম্বর কিংবা এমন কোনো দিবসে মুক্তি দেওয়ার।'

অভিনেত্রী রোজিনা ১৯৭৭ সালে 'আয়না' সিনেমার মাধ্যমে প্রথম দর্শকদের সামনে আসেন। এরপর 'রাজমহল' সিনেমায় চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয় তার। সিনেমাটি ১৯৭৮ সালে মুক্তি পায়। সিনেমাটি সুপারহিট হওয়ায় তাকে আর ফিরে তাকাতে হয়নি।

সরকারি অনুদানের 'ফিরে দেখা' তার পরিচালিত প্রথম সিনেমা। সিনেমায় রোজিনার বিপরীতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। তার সবশেষ অভিনীত 'রাক্ষুসী' মুক্তি পায় ২০০৫ সালে।

Comments

The Daily Star  | English

Decision to suspend all political activities on DU campus a bad move: Fakhrul

The BNP leader said this issue cannot be resolved forcibly or through imposing restrictions

1h ago