কৃষ্ণসাগরে রুশ ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ ডুবে গেছে, হামলার দাবি ইউক্রেনের
কৃষ্ণসাগরে রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী প্রধান যুদ্ধজাহাজ 'মস্কভা' ডুবে গেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানায়, কৃষ্ণসাগরে ঝড়ো বাতাসের কারণে 'ব্ল্যাক সি' নৌবহরের ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী প্রধান রণতরী 'মস্কভা' বন্দরের দিকে যাচ্ছিল।
প্রতিবেদনে বলা হয়, গত বুধবার রণতরীতে আগুন লাগলে গোলাবারুদ বিস্ফোরিত হয়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।
ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, তাদের বাহিনীর রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রুশ যুদ্ধজাহাজটিকে আঘাত করেছে।
তাদের এই দাবি সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন নিশ্চিত হতে পারেনি বলে রুশ সংবাদমাধ্যমটি জানিয়েছে।
তবে, একটি মার্কিন ড্রোন জাহাজটির ওপর চক্কর খেয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগুন লেগে মস্কোর প্রধান যুদ্ধজাহাজ নিমজ্জিত হওয়ার পর আজ শুক্রবার ভোরে কিয়েভে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়াও, নতুন করে রুশ হামলার কারণে ইউক্রেনজুড়ে সাইরেন বেজেছে।
Comments