রুশ তেল-গ্যাসের বিকল্প নেই ইউরোপের: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার জ্বালানি ব্যবহার অব্যাহত রাখা ছাড়া ইউরোপের আর কোনো বিকল্প নেই। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যদি তারা তেল ও গ্যাস সরবরাহের বিকল্পের চেষ্টা করে তাহলে 'চরম' অর্থনৈতিক পরিণতি তৈরি হতে পারে। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন তার বাসভবন থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে গণমাধ্যমকে বলেন, ইউরোপের কাছে যুক্তিসঙ্গত বিকল্পের অস্তিত্ব নেই। বিশ্বব্যাপী বাজারে কোনো অতিরিক্ত জ্বালানির সরবরাহ নেই। অন্যান্য দেশ বা প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র থেকে যদি ইউরোপে জ্বালানি পাঠানো হয় তাহলে ভোক্তাদের ব্যয় অনেক বাড়বে।

বিবিসি বলছে, ইউরোপের নেতারা রুশ শক্তির ওপর তাদের নির্ভরতা কমানোর চেষ্টা করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জার্মানির মতো দেশগুলোর সমালোচনা করে বলেছেন, রাশিয়ার তেল ও গ্যাসের ওপর ব্যাপক নির্ভরতার কারণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রোধ করা হচ্ছে।

তবে, পুতিন স্বীকার করেছেন- রাশিয়ার রপ্তানি পণ্য সরবরাহে অর্থ বিনিময়ে সমস্যা হচ্ছে। কারণ 'বন্ধু দেশের' ব্যাংকগুলো 'তহবিল স্থানান্তরে বিলম্ব করছে'।

Comments