বিটিসিএলের প্রিপেইড ইন্টারনেট সার্ভিস চালু

রোববার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই নতুন সেবার উদ্বোধন করেন। ছবি: সংগৃহীত

গ্রাহকদের জন্য প্রিপেইড ইন্টারনেট ও টেলিফোন সার্ভিস চালু করল বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

গিগাবাইট প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্কের (জিপিওএন) অধীনে বিটিসিএল ৫০০ থেকে ৪২০০ টাকার মধ্যে ৫-১০০ এমবিপিএসের ১১টি প্রিপেইড ইন্টারনেট প্যাকেজ চালু করছে।

এ সার্ভিসের অধীনে গ্রাহকরা মাসে ১৫০ টাকায় টেলিফোন সেবা পাবেন।

আজ রোববার ঢাকায় বিটিসিএল কার্যালয়ে এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই নতুন সেবার উদ্বোধন করেন।

গ্রাহকরা মাই বিটিসিএল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা প্যাকেজ নির্বাচন করে এই সেবার জন্য আবেদন করতে পারবেন।

এছাড়া গ্রাহকরা কোনো চার্জ ছাড়াই নগদ, বিকাশ ও ব্যাংক কার্ডের মাধ্যমে প্যাকেজে রিচার্জ করতে পারবেন।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন এবং বিটিসিএলের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

Comments