ইউক্রেন ইস্যুতে দিল্লির অবস্থান নিয়ে চাপ দেননি বরিস জনসন: ভারত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে নয়াদিল্লির অবস্থান নিয়ে কোনো চাপ দেননি বলে জানিয়েছে ভারত।
আজ শুক্রবার নয়াদিল্লিতে ওই বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের এ কথা বলেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
পররাষ্ট্রসচিব বলেন, 'তারা ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী জনসন এ বিষয়ে তার দৃষ্টিভঙ্গির কথা বলেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত—প্রধানমন্ত্রী মোদি আমাদের এই দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন। আলোচনায় কোনো ধরনের চাপ ছিল না।'
ইউক্রেনে রুশ হামলার স্পষ্ট নিন্দা জানানো থেকে বিরত আছে ভারত।
এদিকে বৈঠকের পর বরিস সাংবাদিকদের বলেছেন, 'রাশিয়া সম্পর্কে ভারতীয়দের অবস্থান ঐতিহাসিকভাবে সর্বজনবিদিত। অবশ্যই তারা এ অবস্থান পরিবর্তন করতে যাচ্ছে না। এটি সত্য।'
তবে বিবিসি জানিয়েছে, ইউক্রেনের বুচায় বেসামরিক নাগরিকদের উপর নৃশংসতা চালানোর অভিযোগের বিষয়ে মোদি 'খুব কড়া' ভাষায় কথা বলেছেন উল্লেখ করেছেন জনসন।
'ভারত শান্তি দেখতে চায় এবং রুশদের ইউক্রেন থেকে বের হয়ে যেতে দেখতে চায়। আমিও এ বিষয়ে পুরোপুরি একমত', যোগ করেন জনসন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে ভারতের রাজধানীতে প্রথম এ সফরে জনসন নরেন্দ্র মোদির সঙ্গে ভারত-যুক্তরাজ্য নিরাপত্তা সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া, ২ দেশ প্রতিরক্ষা ও ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।
জনসন জানিয়েছেন, আগামী অক্টোবরের মধ্যে ভারত-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক মুক্ত-বাণিজ্য চুক্তি হতে পারে।
Comments