যে রেকর্ডটি বিটিএস ছাড়া আর কারো নেই

বিটিএস ব্যান্ড। ছবি: সংগৃহীত

চলতি বছরের ৩ এপ্রিল বিটিএসের 'আইডল' মিউজিক ভিডিওটি ইউটিউবে ১.১ বিলিয়ন বার দেখার গণ্ডি অতিক্রম করে। এর মাত্র ২ সপ্তাহ পরে বিটিএস আবারও একই রেকর্ড গড়েছে। এবার এই কে-পপ ব্যান্ডটির 'ফেক লাভ' মিউজিক ভিডিওটি কোরিয়ান সময় ২৩ এপ্রিল ভোর ৩.৪৫ মিনিটে ১.১ বিলিয়ন বার দেখার লক্ষ্য অতিক্রম করেছে। পিঙ্কভিলার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পিঙ্কভিলা বলছে, এর আগে বিটিএসের আরও ৪টি মিউজিক ভিডিও এই মাইলফলকে পৌঁছেছিল। এগুলো হলো- 'ডিএনএ', 'বয় উইথ লাভ', 'ডায়নামাইট', 'এমআইসি ড্রপ'। বর্তমানে বিটিএস বিশ্বের একমাত্র ব্যান্ড যাদের ইউটিউবে ৬টি মিউজিক ভিডিও'র এই সংখ্যক রেকর্ড আছে। ২০১৮ সালের ১৮ মে সন্ধ্যায় ৬টায় 'ফেক লাভ' মিউজিক ভিডিওটি মুক্তি দেওয়া হয়। এরপর বিশাল মাইলফলকে পৌঁছাতে এটি ৩ বছর ১১ মাস ৪ দিনের বেশি সময় নিয়েছে।

যখন 'ফেক লাভ' মিউজিক ভিডিওটি মুক্তি পায় তখন এটি দ্রুত সময়ের মধ্যে ১০০ মিলিয়ন বার দেখার রেকর্ড গড়ে। এই রেকর্ড গড়তে মাত্র ৮ দিন ৮ ঘণ্টা সময় লেগেছিল। এর আগের রেকর্ডটি ছিলে বিটিএসের 'ডিএনএ' মিউজিক ভিডিওর। বর্তমানে দ্রুততম সময়ের মধ্যে ১০০ মিলিয়ন বার দেখার রেকর্ডটিও বিটিএসের দখলে আছে। তাদের 'বাটার' মিউজিক ভিডিওটি মুক্তির ২১ ঘন্টার মধ্যে এই রেকর্ড গড়েছিল।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago