বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার অবনতি হয়েছে: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের বার্ষিক প্রতিবেদন। ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে ধর্মীয় স্বাধীনতার অবনতি ঘটায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)।

গতকাল সোমবার প্রকাশিত ইউএসসিআইআরএফের বার্ষিক প্রতিবেদনে এ উদ্বেগের বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ইউএসসিআইআরএফ দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার অবনতি লক্ষ্য করেছে এবং ২০২১ সালেও সেই প্রবণতা অব্যাহত আছে।

প্রতিবেদনে বলা হয়, 'ইউএসসিআইআরএফ আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে বিশেষ উদ্বেগপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করার সুপারিশ ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপে ধর্মীয় স্বাধীনতার অবনতির বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন।'

এতে আরও বলা হয়, বাংলাদেশে গত বছরের অক্টোবরে দুর্গাপূজা উৎসবের সময় সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়। সপ্তাহব্যাপী সহিংসতা নিয়ন্ত্রণে সরকারি প্রচেষ্টা সত্ত্বেও হিন্দু সম্প্রদায়ের জনগণ এবং তাদের উপাসনালয়গুলোতে ব্যাপকভাবে আক্রমণ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার রোহিঙ্গা মুসলিমদের ভাসানচরে স্থানান্তর অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সরকার জানায়, ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের কারণ কক্সবাজারের ক্যাম্পে জনঘনত্ব কমানো। ভাসানচরের সুবিধাও অনেক উন্নত ও নিরাপদ।

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে মার্কিন বিশেষ রাষ্ট্রদূত রাশাদ হুসেন বলেন, 'বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করে, কিন্তু 'বহিরাগতরা' মাঝে মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টির চেষ্টা করে।'

যারা সংঘাত সৃষ্টি করে তাদের খুঁজে বের করার পরামর্শ এবং ধর্মীয় স্বাধীনতার প্রচারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।

এ ছাড়া রোহিঙ্গাদের শিক্ষা ও জীবিকা নির্বাহের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন রাশাদ হোসেন।

Comments

The Daily Star  | English

External balance swings to surplus after 3yrs

The country’s balance of payments returned to a surplus in the fiscal year (FY) 2024-25, ending a three-year spell of deficits.

11h ago