এবার কিনবো কোকা কোলা: ইলন মাস্ক

ইলন মাস্ক। ছবি: রয়টার্স ফাইল ফটো

আবারো আলোচনায় ইলন মাস্ক। অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার ২ দিন পর এবার সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা কোলা কেনার কথা বলেছেন।

আজ বৃহস্পতিবার সকালে এক টুইটার বার্তায় টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা সিইও মাস্ক এমন ঘোষণা দিলেন।

ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক এক সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, 'আবারও কোকেন ফিরিয়ে আনতে এরপর আমি কোকা কোলা কিনছি।'

এ বিষয়ে কোকা কোলা প্রতিষ্ঠানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

১৯৮৮ সালের নিউইয়র্ক টাইমস'র প্রতিবেদনে বলা হয়েছিল—প্রথম দিকে কোকা কোলা'য় কোকেন ব্যবহার করা হত কিন্তু ১৯০০ সালের দিতে তা বন্ধ করে দেওয়া হয়।

আজ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কোকা পাতা ও কোলা বাদাম কোমল পানীয়টির প্রধান ২টি উপকরণ। কোলা বাদামে ক্যাফিন আছে উল্লেখ করে এতে আরও বলা হয়, কোকা পাতাতেও কোকেন পাওয়া যায়।

 

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

1h ago