শরীয়তপুরে ৫০ গ্রামে ঈদ উদযাপন

শরীয়তপুর জেলায় অন্তত ৫০টি গ্রামের কয়েক হাজার মানুষ আজ ঈদুল ফিতর উদযাপন করছেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে তারা প্রতি বছর ঈদ উদযাপন করে থাকেন।
ছবি: জাহিদ হাসান/ স্টার

শরীয়তপুর জেলায় অন্তত ৫০টি গ্রামের কয়েক হাজার মানুষ আজ ঈদুল ফিতর উদযাপন করছেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে তারা প্রতি বছর ঈদ উদযাপন করে থাকেন।

আজ সোমবার শরীয়তপুরের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফে। সকাল সাড়ে ৯টা ৩০ মিনিটে ঈদের নামাজের মধ্যে দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সুরেশ্বর দরবার শরিফের গদিনশীন সৈয়দ শাহ সাহীন নূরী আল সুরেশ্বরী দ্য ডেইলি স্টারকে জানান, প্রতিবছর আমরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করি। তারই ধারাবাহিকতায় আমরা এবার আজকে ঈদ উদযাপন করছি। 

তিনি আরও জানান, আজকে  প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টা ৩০ মিনিটে। এ সময় ২ হাজার মানুষ নামাজে অংশগ্রহণ করেন এই জামাতের ইমামতি করেন সৈয়দ  শাহ বেলাল নুরি এবং সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টা ৫০ মিনিটে, এই জামাতটি পরিচালনা করেন সৈয়দ শাহ আরিফ নুরি এই সময় ১২ হাজার মানুষ নামাজে অংশগ্রহণ করেন। ঈদের জামাতের আনুষ্ঠানিকতা শেষে সেমাই, চিনি এবং পাঞ্জাবি, লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago