৩ দিন পর কর্মস্থলে ফিরলেন টিটিই শফিকুল

টিটিই শফিকুল (মাঝে)। ছবি: আহমেদ তপু

অবশেষে ৩ দিন পর আবারও নিজ কর্মস্থলে ফিরেছেন টিটি শফিকুল ইসলাম। গতকাল তার বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর আজ সোমবার সকালে ঈশ্বরদী জংশনের টিটি হেডকোয়ার্টারে কাজে যোগদানের আবেদন জমা দেন। কর্তৃপক্ষ তার আবেদন গ্রহণ করে স্টেশনে সংযুক্ত করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণকারী ৩ যাত্রীর কাছ থেকে টিকিটের টাকাসহ জরিমানা আদায়ের ঘটনায় ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) মো. শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন রেলওয়ের পাকশি বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা।

তবে, এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে গতকাল টিটির বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে বরখাস্তকারী বাণিজ্যিক কর্মকর্তাকে শোকজের ঘোষণা দেন রেলমন্ত্রী।

টিটি শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'নির্দেশ পাওয়ার পর আজ সোমবার সকালে ঈশ্বরদী জংশনে গিয়ে কাজে যোগদানের আবেদন করলে তারা আবেদন গ্রহণ করেন। কাল থেকে আমাকে ট্রেনে পাঠানো হতে পারে বলে জানানো হয়েছে।'

দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার হলেও হলেও পুনরায় কাজে ফিরতে পেরে খুশি তিনি।

শফিকুল বলেন, 'যে দিন ঘটনা ঘটে সেদিন ওই ট্রেন থেকে অবৈধভাবে ভ্রমণকারীদের কাছ থেকে আদায় করা ৭৮ হাজার টাকা রেলওয়ের কোষাগারে জমা হয়েছে। আমি যা করেছি রেলওয়ের স্বার্থে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই করেছি।'

এ ঘটনায় গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি ইতোমধ্যে অভিযুক্ত টিটি শফিকুল, অভিযোগকারী প্রান্তসহ ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যদের সাক্ষ্য গ্রহণ করেছে।

তদন্ত কমিটির প্রধান পাকশি বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'তদন্তের প্রয়োজনে কমিটি অনেকের সঙ্গে কথা বলছে। সবার সাক্ষ্য নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

At least 10 incidents in 7 years: Why clashes between CU students and locals keep happening

Housing shortage, resentment, and administrative inaction blamed for repeated clashes

57m ago