রাজশাহীতে গুটি আমের মণ ১০০০-১৪০০, গোপালভোগ ১৬০০ টাকা

রাজশাহীতে আমের সবচেয়ে বড় মোকাম বানেশ্বর হাটে আম বিক্রি করতে শুরু করেছেন আড়তদাররা। ছবি: সংগৃহীত

আজ থেকে বাজারে পাওয়া যাচ্ছে রাজশাহীর আম। তবে আমচাষীরা বলছেন, বাজার জমে উঠতে আরও সপ্তাহখানেক সময় লাগবে।

অপরিপক্ক আম বিক্রি ঠেকাতে গতকাল বৃহস্পতিবার আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন।

নির্ধারিত সময়সীমা অনুযায়ী আজ শুক্রবার থেকে গুটি আম সংগ্রহ শুরুর কথা থাকলেও বাজারে অল্প পরিমাণে গোপালভোগও পাওয়া যাচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজশাহীতে আম পাড়া শুরু হবে। ছবি: সংগৃহীত

আম চাষিরা জানান, স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েই গাছ থেকে পাকা গোপালভোগ আম তোলা হয়েছে।  

আজ শুক্রবার রাজশাহীতে আমের সবচেয়ে বড় মোকাম বানেশ্বর হাটে গিয়ে দেখা যায়, আচার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো মণপ্রতি ৮০০ থেকে ৮৫০ টাকা দরে গুটি আম কিনছেন; অন্যদিকে পাইকাররা কিনছেন মণপ্রতি ১০০০ থেকে ১৪০০ টাকা দরে।

ছবি: সংগৃহীত

বাজারে অল্প পরিমাণ গোপালভোগও দেখা যায়। মণপ্রতি এই আম বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৬০০ টাকায়।

আমচাষীরা বলছেন, এই বছর রাজশাহীতে আমের ফলন অন্যান্য বছরের তুলনায় কম।

বানেশ্বরের আমের আড়তদার আব্দুর রাজ্জাক দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ বছর গাছে গাছে আমের মুকুল কম এসেছে, তীব্র খরার কারণে গুটিও ঝরে পড়েছে অনেক। তার ওপর হপার পোকার আক্রমণে অনেক গাছেই আমের ফলন কম হয়েছে।'

ফলে কৃষকদের লোকসানের মুখে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

নির্ধারিত সময়সীমা অনুযায়ী, জাতভেদে গুটি আম ১৩ মে, গোপালভোগ ২০ মে, লক্ষ্মণভোগ বা লখনা এবং রাণী পছন্দ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ২৮ মে, ল্যাংড়া ৬ জুন, আম্ররুপালী ও ফজলি ১৫ জুন, আশনা ও বারী-৪ আম ১০ জুলাই এবং ১৫ জুলাই গৌড়মতি আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হবে।  

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

7h ago