অপরাধ ও বিচার

নারায়ণগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে স্কুলশিক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জের সদর উপজেলার ইসদাইর এলাকায় বন্ধুদের ছুরিকাঘাতে স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ৪ কিশোরকে আটক করা হয়েছে। অন্যদিকে উপজেলার তেলখিরার চর এলাকা থেকে নিখোঁজ আরেক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, ২টি ঘটনা আলাদা বলে জানিয়েছে পুলিশ।
বিএনপির বিরুদ্ধে পুলিশের মামলা
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইর এলাকায় বন্ধুদের ছুরিকাঘাতে স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ৪ কিশোরকে আটক করা হয়েছে। অন্যদিকে উপজেলার তেলখিরার চর এলাকা থেকে নিখোঁজ আরেক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, ২টি ঘটনা আলাদা বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু দ্য ডেইলি স্টারকে বলেন, 'মঙ্গলবার রাত ১০টায় উপজেলার ইসদাইর এলাকায় বন্ধুদের ছুরিকাঘাতে ধ্রুব চন্দ্র দাস (১৫) নিহত হয়। বন্ধুদের মধ্যে বাকবিতণ্ডা নিয়ে তাদের ঝগড়া হয়। এসময় এক বন্ধু ধারালো অস্ত্র দিয়ে ধ্রুবকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ধ্রুবকে মৃত ঘোষণা করেন।'

তিনি বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল থেকে ধ্রুবর ৪ বন্ধুকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আশা করি দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করতে পারব এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।'

ধ্রুব চন্দ্র দাস উপজেলার ইসদাইর এলাকার মাদব চন্দ্র দাসের ছেলে ও রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানান তিনি।

একই দিনে সদর উপজেলার তেলখিরার চর এলাকার পরিত্যক্ত ইটভাটা থেকে সিয়াম সরদারের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ৪দিন ধরে নিখোঁজ ছিল জানিয়েছে তার বাবা আবু কালাম সরদার।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্থানীয়রা পচা গন্ধ পেয়ে খুঁজতে এসে মরদেহ দেখতে পান। পরে পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।'

তিনি বলেন, 'কিছু দিন আগের মরদেহ হওয়ায় ইতোমধ্যে পচন ধরেছে। নিহতের স্বজনরা তার পরিচয় শনাক্ত করেছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

নিহতের বাবা আবু কালাম সরদার বলেন, 'সংসারের অভাব অনটনের জন্য এই বয়সেই ইজিবাইক চালানো শুরু করে সিয়াম। প্রতিদিনের মতো গত ১৩ মে ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হয় সিয়াম।'

নিহতের দুলাভাই আনোয়ার হোসেন বলেন, '১৩ মে দুপুরে বাড়িতে খাবার খেতে না এলে সিয়ামের মোবাইলে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। পরে থানায় নিখোঁজের জিডি করা হয়। আজ রাতে স্থানীয়দের কাছে খবর পেয়েছি সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়েছে।'

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মরদেহের পাশে ইজিবাইক পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা সিয়ামকে হত্যা করে মরদেহ রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।'

Comments

The Daily Star  | English

Will there be any respite from inflation?

To many, especially salaried and fixed-income individuals, this means they will have no option but to find ways to cut expenditures to bear increased electricity bills.

7h ago